BN/720817 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭২ Categor...") |
(No difference)
|
Revision as of 12:10, 20 August 2021
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যদি আপনি বলেন, 'আপনি কেন মানব সমাজকে বাঁচাতে আগ্রহী?' এটাই কৃষ্ণের ব্যবসা। শ্রীকৃষ্ণ চান, পরমেশ্বর ভগবান চান, 'এই সমস্ত জীব, তাদের ঘরে ফিরে আসা উচিত, ভগবানের কাছে ফিরে আসা। কেন তারা কষ্ট পাচ্ছে? ' তাই কৃষ্ণ ব্যক্তিগতভাবে আসেন।
কৃষ্ণ খুব উদ্বিগ্ন। আমরা এখানে কষ্ট পাচ্ছি, এখানে পচে মরছি । আমরা কৃষ্ণের সন্তান। কৃষ্ণ এটা দেখতে পছন্দ করেন না যে আমরা এখানে পচে মরব। তিনি চান, 'বাড়ি ফিরে এসো, আমার সাথে নাচ, আমার সাথে খাও'। কিন্তু এই দুষ্কৃতীরা যাবে না। তারা এখানে থাকবে: 'না, মহাশয়। এটা এখানে খুব ভালো। আমি শূকর হয়ে মল খাব। এটা খুবই আনন্দদায়ক '। সুতরাং এই হচ্ছে অবস্থান।" |
| ৭২০৮১৭ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০২/১৪ - লস্ এঞ্জেলেস্ |