BN/681223 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 15:24, 20 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন একটা দুষ্টু ছেলে। জোর করে তুমি, যেমন তার দুষ্টুমি করা বন্ধ করতে পারো। তবে যখনই সে সুযোগ পাবে, আবার সে তেমন আচরণ করবে। একইভাবে, ইন্দ্রিয়গুলি খুব শক্তিশালী। তুমি তাদের কৃত্রিমভাবে থামাতে পারবে না। অতএব একমাত্র প্রতিকার হল কৃষ্ণ ভাবনাময়। এই ছেলেরা কৃষ্ণ ভাবনাময়ে স্থিত, এটাও ইন্দ্রিয় তৃপ্তি- সুস্বাদু প্রসাদ খাওয়া, নাচা, জপ করা, দর্শন পড়া — তবে এটি শ্রীকৃষ্ণের সাথে যুক্ত। সেটাই গুরূত্বপূর্ণ। নির্বন্ধঃ কৃষ্ণসম্বন্ধে (ভক্তিরসামৃতসিন্ধু ১/২/২৫৫)। এটা হল শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি। সরাসরি নয়, তবে আমি শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ায় আমার ইন্দ্রিয় স্বয়ংক্রিয়ভাবে সন্তুষ্ট হয়। এই প্রক্রিয়া গ্রহণ করা উচিত। কৃত্রিমভাবে ... এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলন জীবন যাপনের একটি শিল্প যার দ্বারা তুমি অনুভব করবে তোমার ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সন্তুষ্ট, তবে তুমি পরবর্তী জীবনে মুক্ত হতে চলেছো। এটি সুন্দর প্রক্রিয়া। "
৬৮১২২৩ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ০৩/৬-১০ - লস্‌ এঞ্জেলেস্‌