BN/690212c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 17:50, 20 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"য়ম মানে হলো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। নিয়ম - বিধি নিষেধ অনুশীলন করা। আসন - বসার ধরণ অভ্যাস করা। প্রত্যাহার - ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা ইন্দ্রিয় তৃপ্তির থেকে। ধ্যান - হলো শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণুর কথা চিন্তা করা। ধারণ - স্থির থাকা। প্রাণায়াম - শ্বাস- প্রশ্বাসের ব্যায়াম। এবং সমাধি - কৃষ্ণ চেতনায় নিমগ্ন থাকা। তো এটাই হলো যোগ অভ্যাস। তো যদি কেউ একদম প্রথম থেকে কৃষ্ণ ভাবনামৃতে থাকে, এই আটটা জিনিস স্বয়ংক্রিয়ভাবে করা হয়ে যায়। তাদের আলাদা করে এগুলোকে অনুশীলন করতে হয়ে না। "
৬৯০২১২ - প্রবচন ভগবদ্গীতা ০৫ .২৬ -২৯ - লস্‌ এঞ্জেলেস্‌