BN/690218 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 18:34, 20 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ধরো তুমি তোমার মনকে শ্রীকৃষ্ণের ওপর মনোনিবেশ করবার চেষ্টা করছো, এবং তোমার মন বিমুখ হয়ে যাচ্ছে, অন্য কোথাও চলে যাচ্ছে, সিনেমা হালের দিকে। তো তোমার প্রত্যাহার করা উচিত, 'সেখানে নয়, দয়া করে এখানে।' এটাই হলো যোগ অভ্যাস: মনকে শ্রীকৃষ্ণের থেকে দূরে যেতে অনুমতি না দেওয়া। তুমি যদি শুধুমাত্র এটা অভ্যাস করতে পারো, নিজের মনকে কখনো অনুমতি দিও না শ্রীকৃষ্ণের থেকে দূরে চলে যেতে এবং কারণ যেহেতু আমরা আমাদের মনকে এক জায়গায় বসে শ্রীকৃষ্ণের ওপর স্থির করতে পারিনা, সেটার জন্য খুব উন্নত প্রশিক্ষণ চাই। এক জায়গায় বসে থাকা এবং সদা সর্বদা মনকে শ্রীকৃষ্ণের ওপর স্থির করে রাখা, এটা খুব একটা সহজ কাজ নয়। যে এটা করতে অবস্তু নয়, সে যদি শুধু অনুকরণ করে, তালে সে বিভ্রান্ত হয়ে যাবে। আমাদেরকে নিজেদের সব সময়ে কৃষ্ণ চেতনায় নিয়োজিত করতে হবে। আমরা যাই করি তা শ্রীকৃষ্ণের প্রতি নিয়োজিত করতে হবে। আমাদের সাধারণ কার্য, এমন ভাবে গড়া উচিত যে, সব কিছুর শ্রীকৃষ্ণের জন্য করা হচ্ছে । তখন তোমার মন শ্রীকৃষ্ণের ওপর স্থির থাকবে।"
৬৯০২১৮ - প্রবচন ভগবদ্গীতা ০৬ .২৫ -২৯ - লস্‌ এঞ্জেলেস্‌