BN/681230e কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 17:16, 21 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবতগীতা গ্রন্থটি, প্রায় সারা বিশ্বের সবাই রোজ অধ্যয়ন করে, কিন্তু তারা এটা বোঝে না। তারা শুধুমাত্র ভগবত গীতার ছাত্র হিসাবে রয়েছে, অথবা শুধু নিজেদের 'আমি ভগবান' হিসাবে মিথ্যা ভাবে। সেটাই সব। তারা কোন নির্দিষ্ট তথ্য গ্রহণ করেনা। অষ্টম অধ্যায় একটা শ্লোক আছে, পরস্তস্মাত্তু ভাবোহন্যেহব্যেক্তােহব্যক্তাৎ সনাতনঃ (ভগবতগীতা ৮ ২০)। আরেকটাও প্রকৃতি আছে, এই জড়জাগতিক প্রকৃতির ওপর পারে, যেটা চিরস্থায়ী। এই প্রকৃতিটা সৃষ্টি হচ্ছে, আবার, ধ্বংস, ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু সেই প্রকৃতিটা চিরস্থায়ী। এই সব জিনিস যেখানে আছে।"
৬৮১২৩০ - সাক্ষাৎকার - লস্‌ এঞ্জেলেস্‌