BN/690108c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 17:48, 21 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তোমাদের শ্রীকৃষ্ণকে এভাবে নেওয়া উচিত নয়, যে যেহেতু সে ভারতবর্ষে অবতীর্ণ হয়েছেন, সেহেতু তিনি ভারতীয় বা ভারতীয় ভগবান। এটা হলো একটা ভুল ভ্রম। শ্রীকৃষ্ণ সবার জন্য। এরকম ভেবনা যে শ্রীকৃষ্ণ হিন্দু জাতিতে অন্তর্গত অথবা শ্রীকৃষ্ণ ভারতবর্ষের অন্তর্গত অথবা অন্য কোন ধারণা, ক্ষত্রিয়। না। সে কোন জড়জাগতিক উপাধির দ্বারা অন্তর্গত নয়। তিনি ওপরে। এবং তোমরা ভাগবদ গীতায় দেখতে পাবে, চোদ্দ নম্বর অধ্যায়ে, তিনি দাবি করছেন, সর্বযোনিষু কৌন্তেয় মুর্তয়ঃ সম্ভবন্তি যাঃ (ভগবতগীতা ১৪.৪)। ৮,৪০০,০০০ জনির প্রাণী আছে, মানুষদের নিয়ে। এবং শ্রীকৃষ্ণ বলছেন, অহম বীজপ্রদঃ পিতা, ' আমি তাদের বীজ প্রদানকারী পিতা।' তো তিনি শুধুমাত্র মনুষ্য সমাজের পিতা বলে নিজেকে দাবি করছেন না, কিন্তু পশু সমাজেরও, জন্তু সমাজেরও, পাখিদের সমাজেরও, পোকাদের সমাজেরও, জলজ সমাজেরও, উদ্ভিদ সমাজেরও, গাছদের সমাজেরও - সমস্ত জীবিত প্রাণীদের। ভগবান কখনো কোন নির্দিষ্ট জাতির বা শ্রেণীর হতে পারেনা। এটা হলো একটা ভুল ধারণা। ভগবান প্রত্যেকের জন্য অন্তর্গত। "
৬৯০১০৮ - প্রবচন ভগবদ্গীতা ০৪ .১১ -১৮ - লস্‌ এঞ্জেলেস্‌