BN/690214 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 18:06, 21 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"একজন ব্যক্তি যে প্রতিদিন মিলিয়ন ডলার টাকা রোজগার করছেন , সেটার মানে এই নয় যে তিনি মিলিয়ন সংখ্যার মহিলার সঙ্গে মইথুন করবে। না। এটা সম্ভব নয়। তার মইথুন করবার শক্তি একি আছে, যে এক দশ ডলার রোজগার করছে। তার অন্য মানুষের সাথে খাবার ক্ষমতা একি রয়েছে, যে দশ ডলার রোজগার করছে। তো সে ভাবে না যে,' আমার জীবনের আনন্দ ঠিক একি রকম যেই মানুষটা দশ ডলার রোজগার করছে তার মতন। তালে কেন আমি এতো কষ্ট করে, রোজ মিলিয়ন ডলার রোজগার করছি? তো আমি আমার শক্তি এভাবে নষ্ট করছি কেন?' তোমরা দেখো? তাদেরকে বলে মূঢ়াঃ। ন মাং দুষ্কৃতিনো (ভগবতগীতা ৭ .১৫)। আসলে তার উচিত ছিল নিয়োজিত করা, যখন তিনি মিলিয়ন ডলার রোজগার করছেন, তার উচিত ছিল নিজেকে নিয়োজিত করা, তার সময় এবং শক্তি কিভাবে ভগবানকে বোঝা যায়, এই জীবনের উদ্দেশ্য কি। "
৬৯০২১৪ - প্রবচন ভগবতগীতা ০৬ .০২ -৫ - লস্‌ এঞ্জেলেস্‌