BN/730813 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু প্যারিস: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৩ Categor...") |
(No difference)
|
Revision as of 07:08, 23 August 2021
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আসল সমাধান হল: কৃষ্ণ চেতনা। অতএব বেদান্ত-সূত্র বলে, অথ্তো ব্রহ্ম জিজ্ঞাসা্ : 'এখন তুমি অন্য কোন বিষয়ে জিজ্ঞাসা করো না'।কেন আপনি? আপনার প্রয়োজনীয় অন্যান্য সমস্ত জিনিস, যা ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। এটি সরবরাহ করা হবে। তুমি বিরক্ত করছ কেন? আপনি শুধু কৃষ্ণ চেতনায় আপনার জীবনের মূল্য বোঝার চেষ্টা করুন। এটাই তোমার একমাত্র ব্যবসা। তস্যইভো হিতঃ প্রয়াতেত কোভিদ্যা। কোভিদ্যা: 'যারা বুদ্ধিমান', তস্যইভো হিতঃ, 'সেই জিনিসের জন্য', প্রার্থনা, 'প্রচেষ্টা'। তাই সেই জিনিসটি পাওয়ার চেষ্টা করুন। সেই জিনিসের জন্য ... না লভ্যতে যদ্ ব্রক্ষতম্ উপরি আদঃ (শ্রীমৎভাগবত ১/৫/১৮)। ঠিক যেমন মানুষ সংগ্রাম করছে। আপনি যেখানেই যান, বস্তুগত পৃথিবী, হয় আপনি লন্ডনে যান অথবা প্যারিস যান বা কলকাতা বা বোম্বে যান, যেখানেই যান না কেন, ব্যবসা কি? সবাই সংগ্রাম করছে: হূশ হূশ হূশ হূশ হূশ হূশ হূশ দিনরাত মোটরকার এই পথে যাচ্ছে, সেই পথে, এই পথে, সেই পথে। কাল রাতে আমি শ্রুতকৃতি নিয়ে কথা বলছিলাম। আমরা যেখানেই যাই না কেন, আমরা এই বাজে জিনিস দেখি, হূশ হূশ হূশ হূশ হূশ হূশ হূশ আপনি যে শহরে যান, একই রাস্তা, একই মোটর গাড়ি, একই হুশ-হুশ, একই পেট্রল, এটাই সব। "(হাসি)। |
৭৩০৮১৩ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/০৫ - প্যারিস |