BN/681230b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌: Difference between revisions

(No difference)

Revision as of 08:32, 23 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং যিনি এই কৃষ্ণ চেতনা পেয়েছেন, তিনি স্ব-উপলব্ধি করেছেন। সবকিছুই কৃষ্ণের সাথে কাজ করছে। তাহলে তিনি কি অন্য কোন নির্ধারণ অনুসরণ করতে পেরেছেন? সেখানে সবকিছু সম্পূর্ণ। আরাধ্যিতঃ যদি হরিশ্ তপস্যা তথা কিম্ (নারদ পঞ্চরাত্র ১/২/৬ )। যদি কেউ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে, তাহলে তার তপস্যা, পুণ্য, এই বা সেই সমস্ত নির্ধারিত নিয়ম -কানুনের জন্য তার আর কোন কর্তব্য নেই। তার কাজ শেষ। যখন একজন মানুষ আরোগ্য লাভ করে, তখন আর ওষুধের প্রয়োজন হয় না। তিনি সুস্থ অবস্থায় আছেন। কৃষ্ণ চেতনায় ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকার অর্থ হল তিনি সুস্থ অবস্থায় আছেন। তার আর কোন নির্ধারিত দায়িত্ব নেই। নিজেই দেখুন? সুতরাং (তার) এই ধরনের কাজ না করার কোন কারণ নেই। "
বক্তব্যসভা শ্রীমদ্ভগবদ্গীতা ০৩/১৮/৩০ - - লস্‌ এঞ্জেলেস্‌