BN/690324 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই: Difference between revisions

(No difference)

Revision as of 03:48, 24 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে, এই ব্রহ্মাণ্ড, একটি সোর্সের থলিতে একটি সর্ষের দানার মতন। যদি একটা সর্ষের থলি নেও, গুনতে পারবেনা তাতে কটা সর্ষে যাচ্ছে। তা কি সম্ভব? যদি কোনো শষ্যের থলি নেও, গুনতে পারবে তাতে কত শষ্য আছে? শ্রীচৈতন্য মহাপ্রভু এই জগৎকে তুলনা করেছেন তার একজন ভক্ত, বাসুদেব দত্ত এটা ভক্তের মনোভাব, তিনি তার কাছে আবেদন করেছেন, 'হে ভগবান আপনি দয়া করে পতিতজীবেদের উদ্ধার করতে এই জগতে আবির্ভূত হয়েছেন। দয়া করা আপনার উদ্দেশ্য সফল করুন। এই জগতের সকল আত্মা, বদ্ধ আত্মাদের নিয়ে যান। ছেড়ে যাবেননা, একজনকেও। দয়া করে তাদের নিয়ে যান। এবং যদি আপনি মনে করে যে এরা বা এদের মধ্যে কেউ যোগ্য নয়, তাহলে তাদের পাপ কর্মের ফল আমাকে দিয়ে দিন। আমি দুঃখ ভোগ করতে থাকবো। কিন্তু এদের সবাইকে নিয়ে যান।' একজন ভক্তের মনোভাব দেখো।"
৬৯০৩২৪ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৯.১১-১৩ - হাওয়াই