BN/690426 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন: Difference between revisions

(No difference)

Revision as of 10:50, 24 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অনেক যোগী আছে: কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, হাতযোগী, ভক্তিযোগী। যোগ ব্যবস্থা হল একটি সিঁড়ির মতো। ঠিক যেমন নিউইয়র্কে, সেই এম্পায়ার স্টেট বিল্ডিং, সেই ১০২ তলা ভবন, সুতরাং সেখানে সিঁড়ি বা লিফট আছে। তাই যোগ হল জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতার দিকে যাওয়ার জন্য একটি লিফটের মত। কিন্তু এখানে বলতে চাইচ্ছি, বাড়িগুলি ভিন্ন। ঠিক যেমন কর্মযোগ। তুমি সেই পথে অগ্রসর হতে পারো, তুমি প্রথম বা দ্বিতীয় তলায় অগ্রগতি করতে পারো। একইভাবে, জ্ঞানযোগ দ্বারা, তুমি পঞ্চাশ তলায় উন্নতি করতে পারো। এবং একইভাবে, ধ্যানযোগ দ্বারা, তুমি অষ্টম তলা পর্যন্ত উন্নতি করতে পারো। কিন্তু ভক্তিযোগের মাধ্যমে তুমি সর্বোচ্চ স্তরে যেতে পারো। bhaktyā mām abhijānāti (BG 18.55).'তুমি যদি আমাকে সম্পূর্ণরূপে জানতে চাও, তাহলে এই ভক্তিযোগে আসো।' আর এই ভক্তিযোগ মানে এই শ্রবণম। প্রথম বিষয়টি হলো শ্রবণম এবং কীর্তনম। তুমি কেবল জপ এবং শ্রবণ করো, সহজ প্রক্রিয়া। "
690426 - প্রবচন Engagement - বোস্টন