BN/690511d কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলম্বাস: Difference between revisions

(No difference)

Revision as of 14:49, 24 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই কৃষ্ণ ধ্বনি এবং কৃষ্ণ, ভিন্ন নয়। অতএব আমরা যদি শ্রীকৃষ্ণের স্পন্দন করি, তাহলে আমি অবিলম্বে কৃষ্ণের সংস্পর্শে থাকি, এবং যদি কৃষ্ণ সম্পূর্ণ আত্মা হন, তাহলে অবিলম্বে আমি আধ্যাত্মিক হয়ে যাই। ঠিক যেমন আপনি বিদ্যুৎ স্পর্শ করেন, সাথে সাথে আপনি বিদ্যুতায়িত হন। এবং আপনি যত বেশি বিদ্যুতায়িত হবেন, ততই আপনি কৃষ্ণায়িত হবেন। কৃষ্ণায়িত। সুতরাং যখন আপনি সম্পূর্ণরূপে কৃষ্ণায়িত হন, তখন আপনি কৃষ্ণের মঞ্চে থাকেন। তত্ত্বা দেহম্ পুনর্জন্ম নৈতি মাম্ ইতি ওম কৌন্তেয় (শ্রীমদ্ভগবদ্গীতা ৪/৯), তারপর সম্পূর্ণরূপে কৃষ্ণায়িত, আর এই বস্তুগত জগতে ফিরে আসতে হয় না । তিনি কৃষ্ণের সঙ্গে থাকেন। "
৬৯০৫১১ - কথোপকথন আ্যলেন জিংন্সবার্গ এর সহিত - কলম্বাস