BN/690514 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলম্বাস: Difference between revisions
(Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৬৯ Categor...") |
(No difference)
|
Revision as of 16:00, 24 August 2021
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং এই দয়াময় আশীর্বাদ ভগবান কৃষ্ণ ভগবান চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন, তিনি কৃষ্ণের অবতার। কৃষ্ণ বর্ণম্ তিক্ষাকৃষ্ণাম্ (শ্রীমৎভাগবত ১১/৫/৩২)। তিনিই কৃষ্ণ। শ্রেণীগতভাবে, তিনিই কৃষ্ণ, অথবা কৃষ্ণ জপ করছেন। কিন্তু গায়ের রঙে তিনি আকর্ষণঃ। তিক্ষাকৃষ্ণাম্। তাই তিনি আমাদের এই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ দিয়েছেন যে, আপনি কেবল হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন এবং আপনি সমস্ত জ্ঞান পান। জ্ঞান অর্জনের সবচেয়ে বড় বাধা হল যে নোংরা জিনিস দিয়ে আমাদের হৃদয়ের ভরা। এবং ভগবান চৈতন্য বলেছেন যে আপনি যদি কোন অপরাধ ছাড়াই খুব সুন্দরভাবে জপ করেন, তাহলে আপনার হৃদয় সমস্ত নোংরা জিনিস থেকে পরিষ্কার হয়ে যায়। চেত দর্পণ মার্জনম্ ভব মহা দেবাগ্নি নির্বাপনম্ (চৈতন্যচরিতামৃত অন্তলীলা ২০/১২)।এবং তারপর আপনি মুক্তি।ব্রহ্মঃ ভূত প্রসন্নাত্মা সচতীঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৫৪)।" |
৬৯০৫১৪ - প্রবচন দীক্ষা এবং বিবাহ - কলম্বাস |