BN/690505 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন: Difference between revisions

(No difference)

Revision as of 11:13, 25 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং তোমার কাজ হল কিভাবে সুখী হওয়া যায়, কারণ স্বভাবত তুমি সুখী। অসুস্থ অবস্থা, সেই সুখ প্রতিরুদ্ধ করা হচ্ছে। সুতরাং এটি আমাদের রোগাক্রান্ত অবস্থা, এই জড়, বদ্ধ জীবন, এই শরীর। তাই একজন বুদ্ধিমান ব্যক্তি নিজেকে একজন চিকিৎসকের চিকিৎসার অধীনে রাখে রোগ থেকে বেরিয়ে আসার জন্য, একইভাবে, মানুষের জীবন নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রাখার জন্য যিনি তোমাকে তোমার ভব রোগ থেকে নিরাময় করতে পারে। তোমার কাজ। তস্মাদ্ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসুঃ শ্রেয় উত্তমম্ (শ্রীমদ্ভাগবত ১১/৩/২১)। এটি সমস্ত বৈদিক সাহিত্যের নির্দেশ। ঠিক যেমন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছেন। "
৬৯০৫০৫ - প্রবচন উদ্ধৃতাংশ - বোস্টন