BN/690621 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন: Difference between revisions

(No difference)

Revision as of 18:39, 30 August 2021

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন একই উদাহরণ, যেমন আমরা বারবার করেছি ... যে, পেটে খাদ্য সরবরাহ করে, তুমি শরীরের সমস্ত অঙ্গকে খাদ্য সরবরাহ করো। তোমার প্রয়োজন নেই ... এটি ব্যবহারিক। অথবা গাছের শিকড়ে জল দেওয়ায়, তুমি সব ডাল, পাতা, সব জায়গায় জল সরবরাহ করো। আমরা প্রতিদিন দেখি। এটি ব্যবহারিক উদাহরণ। সহজভাবে ... একইভাবে, এই সমস্ত প্রকাশের একটি কেন্দ্রবিন্দু থাকবে। সেটি শ্রীকৃষ্ণ। আমরা যদি কেবল শ্রীকৃষ্ণকে বুঝতে পারি, তাহলে আমরা সবকিছুই বুঝতে পারব। এবং বেদও বলে , যস্মিন বিজ্ঞতে সর্বম ইদম্ বিজ্ঞাতং ভবতি ( মুন্ডক উপনিষদ ১/৩ )। আমরা বিভাগীয় জ্ঞানের সন্ধান করছি, কিন্তু যদি তুমি কেবল যিনি সবকিছুর কেন্দ্রবিন্দু, শ্রীকৃষ্ণকে বুঝতে পারো, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। "
৬৯০৬২১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০৫/১৭-১৮ - নব বৃন্দাবন, আমেরিকা