BN/710722 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 23:27, 27 January 2022

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত নয় যে তিনি আমাদের কাছে কিছু খাবারের জন্য ভিক্ষা করছেন। না। তিনি প্রেম বিনিময় শুরু করার চেষ্টা করছেন। "তুমি আমাকে ভালবাসো, আমি তোমাকে ভালবাসি।" শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। শ্রীকৃষ্ণ, প্রকৃতপক্ষে তাঁর শক্তি থেকেই সকল কিছু উৎপন্ন হয়। জন্মাদি অস্য যতহঃ (শ্রীমদ্ভাগবত ১.১.১) তো তিনি একটু পত্র এবং একটু ফল এবং একটু জলের জন্য আমার কাছে কেন ভিক্ষা করতে যাবেন? তাঁর এতে কোন কাজ নেই। কিন্তু আমরা যদি প্রেম সহকারে একটু ফল এবং একটু পত্র এবং একটু জল নিবেদন করি - "কৃষ্ণ, আমি এতই গরীব যে আমি কিছুই জোগাড় করতে পারিনি। আমি এই একটু ফল এবং একটু পুষ্প এবং একটু পত্র জোগাড় করেছি। কৃপাপূর্বক এটি গ্রহণ করো" - শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি। হ্যাঁ। এবং তিনি যদি তোমার নিবেদন গ্রহণ করেন, তোমার জীবন ধন্য। তুমি শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব করলে। এটিই আমাদের প্রচার।"
710722 - প্রবচন SB 06.01.08 - নিউ ইয়র্ক