BN/700514 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই দেহকে তুমি মৃত্যু থেকে বা , জ্বরা বা বার্ধক্য যা বিকশিত হয়েছে অব্যাহতি দিতে পারবেনা । লোকজন এই দেহের ব্যাপারে জ্ঞান সংগ্রহ করে চর্চা করতে অতন্ত্য ব্যস্ত, যদিও তারা দেখছে প্রত্যেক মুহূর্তে বিনাশ হচ্ছে। জন্মের সময় এই দেহের বিনাশ নিবন্ধভুক্ত করা হয়েছে । এটি সত্য। তো এই দেহের সাধারণ গতিপথ তুমি থামাতে পারবেনা । তোমাকে এই দেহের প্রক্রিয়ার সাক্ষাৎ করতেই হবে , জন্ম, মৃত্যু, জ্বরা, ব্যাধি।"
৭০০৫১৪- প্রবচন ঈশোপনিষদ ১০ - লস্‌ এঞ্জেলেস্‌