BN/Prabhupada 1055 - দেখতে হবে যে তুমি তোমার কর্তব্য পালনের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করছ কিনা

Revision as of 07:36, 22 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1055 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750522 - Conversation B - Melbourne

প্রভুপাদঃ যে কোন কিছুতে জ্ঞানের উন্নয়ন ভাল কথা, কিন্তু এর লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা ঠিক যেমন তুমি একজন আইনজীবী। তুমি আমাদের বিপদের সময় সাহায্য করেছ। কেন? কারণ তুমি চেয়েছ যেন ভগবানের মহিমা প্রচার চলুক "এই মানুষগুলো ভাল কাজ করছে। এঁদের কেন অযথা ঝামেলায় ফেলা হচ্ছে?" অর্থাৎ তুমি ভগবানের মহিমা প্রচারে সাহায্য করেছ একজন উকিল হিসেবে সেটিই তোমার সার্থকতা তাই যেই এই আন্দোলনকে সাহায্য করবে ' যে " তাঁরা কৃষ্ণভাবনামৃত প্রচার করছ, ভগবৎ ভাবনামৃত তাঁদের সবদিক থেকে সাহায্য করা উচিৎ" সেটাই হচ্ছে সার্থকতা সবকিছুই দরকার আছে, কিন্তু সে সবকিছুই পরিণামে পরমেশ্বর ভগবানের মহিমা প্রচারে যুক্ত করা উচিৎ তাহলেই তা সার্থক। অন্য জায়গায়... (পাশ থেকে)...

অতঃ পুম্ভির্দ্বিজশ্রেষ্ঠা
বর্ণাশ্রম বিভাগশঃ
স্বনুষ্ঠিতস্য ধর্মস্য
সংসিদ্ধির্ভবতি হরির্তোষণম্‌
(ভাগবত ১/২/১৩)

ঠিক যেমন তুমি একটা কঠিন সময়ে এই সংস্থাকে সাহায্য করেছ এর মানে তুমি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করেছ। সেটিই তোমার সার্থকতা আমার ভক্তেরা বিপদে আছে। তাঁদের কিছু আইনগত সাহায্যের দরকার একজন আইনজীবী হিসেবে তুমি তাঁদের সাহায্য করেছ, অর্থাৎ তুমি ভগবান কৃষ্ণকে প্রীত করেছ। সেটিই জীবনের লক্ষ্য। যে কোন দিক থেকেই আমার কাজে - আইনজীবী হয়ে, ব্যবসায়ী হয়ে, একজন পণ্ডিত হিসেবে, দার্শনিক হিসেবে, বিজ্ঞানী হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে... অনেক ধরণের চাহিদা থাকে। সেটা কোন ব্যাপার না কিন্তু তোমাকে দেখতে হবে যে তুমি সফল কিনা আর সেই সফলতার মাপকাঠি কি? সফলতার মাপকাঠি হচ্ছে তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছ কিনা। (পাশ থেকে)- তুমি এটা পড়ো... অতঃ পুম্ভির্দ্বিজশ্রেষ্ঠা ...

শ্রুতকীর্তিঃ অতঃ ...

প্রভুপাদঃ পুম্ভিঃ

শ্রুতকীর্তিঃ অতঃ পুম্ভির্দ্বিজশ্রেষ্ঠা ...

প্রভুপাদঃ হুম্‌। শ্লোকটা খুঁজে বার কর।

শ্রুতকীর্তিঃ

অতঃ পুম্ভির্দ্বিজশ্রেষ্ঠা
বর্ণাশ্রম বিভাগশঃ
স্বনুষ্ঠিতস্য ধর্মস্য
সংসিদ্ধির্ভবতি হরির্তোষণম্‌
(ভাগবত ১/২/১৩)

"সে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত হচ্ছে, সমস্ত কিছুর পরিপূর্ণতা হচ্ছে কর্তব্যকর্ম পালনের দ্বারা ধর্ম অনুষ্ঠান করে কোন ব্যক্তি যদি বর্ণাশ্রম ব্যবস্থার মাধ্যমে, যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারে।

প্রভুপাদঃ এটা হচ্ছে কথা। সেটিই হওয়া উচিৎ... যে "আমার পেশার মাধ্যমে, আমার ব্যবসার মাধ্যমে, আমার মেধার দ্বারা, আমার সামর্থ্যের মাধ্যমে..." বিভিন্নভাবে - "আমি কি ভগবানকে সন্তুষ্ট পেরেছি?" তাহলেই তা সার্থকতা। যদি ভগবানকে তুমি তোমার আইনের পেশার দ্বারা সন্তুষ্ট করতে পার - তুমি হয়তো ভিন্ন পোশাকে আছ, সেটা কোন ব্যাপার নয়। তুমি তাঁদের মতোই করছ যারা তাঁদের সবটা সময় কৃষ্ণ দিতে পারছে। কারণ তাঁদের কাজও হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তেমনই যদি তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পার, তাহলে এমনকি আইন পেশার অভ্যাস করেও তুমি একজন সাধুর মতোই। সেটাই লক্ষ্য হওয়া উচিৎ - "আমি আমার পেশার দ্বারা বা কর্তব্যকর্মের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে পারছি কিনা?" সেটাই হচ্ছে মাপকাঠি। মানুষকে এই কথাটা বুঝতে হবে। আমরা বলি না যে, "তোমাকে তোমার পেশা পরিবর্তন করতে হবে। তুমি সন্ন্যাসী হয়ে যাও, অথবা তোমার কাজকর্ম ছেড়ে দিয়ে মাথা মুণ্ডন করে নাও।" না, আমরা সেই কথা বলি না। (হাসি) আমরা স্বাভাবিকভাবেই। (হাসি) তাই এই হল কৃষ্ণ ভাবনামৃত যে তুমি তোমার অবস্থানে থাক কিন্তু এটা দেখ যে তোমার কাজের দ্বারা তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পারছ কি না। তাহলে সবকিছুই ঠিক আছে।