BN/Prabhupada 0634 - কৃষ্ণ মায়া শক্তির দ্বারা কখনও প্রভাবিত হন না

Revision as of 05:13, 10 March 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0634 - in all Languages Category:BN-Quotes - 1973 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.28 -- London, August 30, 1973

অতএব, ব্যাসদেব দেখেছিলেন অপশ্যাৎ পুরুষাম পূর্নাম। তিনি দেখেন...যেমন এরোপ্লেনে, আপনি মেঘের উপরে যেতে পারেন। সূর্য মেঘ দ্বারা একদম প্রভাবিত নয়। যদিও এরোপ্লেনের নিচে আপনি দেখতে পারবেন মেঘ ভাসছে। তেমনই, মায়া কৃষ্ণকে প্রভাবিত করতে পারে না। তাই ভগবদ গীতায় বলা হয়েছে, দৈবী হেষ্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া। মম মায়া (ভ.গী. ৭.১৪) কৃষ্ণ বলেছেন, "আমার মায়াশক্তি।" কৃষ্ণ মায়াশক্তি দ্বারা কখনো প্রভাবিত হন না। ঠিক মেঘের মত। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা, তারা বলে যে যখন বাস্তবসম্মত পরম সত্য আসবে, এটি প্রদর্শিত হবে, তারাও অবতার স্বীকার করে, কিন্তু তাদের দর্শন হল যে অবশেষে পরম সত্য অদৃশ্য। যখন তিনি একজন ব্যক্তি হিসাবে আর্বিভূত হন, তিনি মায়া শরীরকে স্বীকার করেন। এই হচ্ছে মায়াবাদ। কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা যেতে পারে, কিন্তু তিনি একটি জড় শরীর গ্রহন করেছেন। এর মানে হচ্ছে তারা সাধারণ জীবনযাত্রার সাথে কৃষ্ণের তুলনা করতে চান এবং ভগবদ গীতায় এর নিন্দা করা হয়েছে। বলা হয়েছে অবজানন্তি মাং মুঢ়া মানুষিং তনুম আশ্রিতম (ভ.গী. ৯.১১) কারন কৃষ্ণ প্রকৃত রূপে আসেন...প্রকৃত রূপ হচ্ছে দুটি হাতের। এটা বাইবেলে গ্রহন করা হয়েছেঃ "মানুষ ভগবানের প্রতিচ্ছবি আকারে তৈরি করা হয়েছে।" তাই ভগবান দুই হাত বিশিষ্ট। এমনকি চার হার বিশিষ্ট বিষ্ণুরূপও প্রকৃত রূপ নয়। বিষ্ণু রূপ সংকর্ষনের দ্বিতীয় প্রকাশ। তাই কৃষ্ণ কখন মায়া দ্বারা প্রভাবিত হয় না। এটাই বোঝার কথা।