BN/Prabhupada 1012 - শোন আর পুনরাবৃত্তি কর, শোন আর পুনরাবৃত্তি কর। তোমার বানানোর প্রয়োজন নেই

Revision as of 10:25, 26 September 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1012 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750620c - Arrival - Los Angeles

প্রভুপাদঃ ... প্রবৃত্তি, প্রবণতা রয়েছে। স্বাভাবিকভাবেই আমি কাউকে ভালবাসতে চাই। এটি অস্বাভাবিক নয়। এই ভালোবাসা যখন শ্রীকৃষ্ণের প্রতি অর্পিত হয়, তখন তা পূর্ণতা প্রাপ্ত হয়। মায়াবাদীরা হতাশাগ্রস্থ হয়, তাই তারা এই ভালোবাসাটাকে শুন্যে পরিণত করতে চায়। তারা শ্রীকৃষ্ণের সাথে গোপীদের ভালোবাসা বুঝতে পারে না। তারা ভাবে এটিও জড় ভালোবাসার আরেকটি সংস্করণ। ওহ, তুমি কেমন আছ, হয়গ্রীব প্রভু? তুমি কেমন আছ? তোমাকে আরও ভালো দেখাচ্ছে। আমি তোমাকে যখন শেষবার বৃন্দাবনে দেখেছিলাম, তার থেকে এখন তোমাকে আরও ভালো, আরও উজ্জ্বল দেখাচ্ছে। তুমি শ্রীকৃষ্ণের সেবা করার ক্ষেত্রে আরও দক্ষতা অর্জন করেছ। প্রত্যেকেই পেয়েছে। যেটা আমি বলছিলাম। তোমাকে এটি কাজে লাগাতে হবে। একেবারে শুরুর দিকে যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হয়, আমি তোমাকে সম্পাদনা করার নির্দেশ দিয়েছিলাম। সেটি ছিল আমাদের ব্যাক টু গডহেড এর সূচনা।

সে একজন ভালো টাইপিস্টও। তোমরা কি তা জান? (হাসি) আমি মনে করি সে হচ্ছে আমাদের সব ছেলেদের মধ্যে সেরা। সে খুব দ্রুত আর নির্ভুলভাবে টাইপ করতে পারে। আমি মনে করি আমাদের দলের মধ্যে হয়গ্রীব প্রভু আর সৎস্বরূপ মহারাজ হচ্ছেন খুব ভালো টাইপিস্ট। আর জয়াদ্বৈত, আমি মনে করি তুমিও, না?

জয়াদ্বৈতঃ হ্যাঁ।

প্রভুপাদঃ তুমি ভালো টাইপিস্ট? (হাসি) তাহলে তুমি কেন বলিমর্দনের প্রবন্ধটি প্রকাশ করলে না?

জয়াদ্বৈতঃ বলিমর্দনের প্রবন্ধ।

প্রভুপাদঃ হ্যাঁ।

জয়াদ্বৈতঃ আমরা অপেক্ষা করছিলাম। আমারা নিশ্চিত ছিলাম না যে এটা প্রকাশ করার জন্য উপযুক্ত ছিল কিনা।

প্রভুপাদঃ সে নিরাশ হয়েছিল। সে প্রচার করেছিল। সে খুব সুন্দরভাবে লিখেছে।

জয়াদ্বৈতঃ সে খুব সুন্দর লিখেছে?

প্রভুপাদঃ হ্যাঁ।

জয়াদ্বৈতঃ আমরা কি এটা প্রকাশ করতে পারি?

প্রভুপাদঃ তো আমাদের উচিত... হ্যাঁ, এখানে... এটি কি?

ব্রহ্মানন্দঃ "মায়া আর বাস্তবতা," দুটো রচনা...

প্রভুপাদঃ সে খুব সুন্দারভাবে উপস্থাপন করেছে। তাই আমাদের উচিত আমাদের ছেলেদের উৎসাহিত করা।

জয়াদ্বৈতঃএটি প্রকাশ কর।

প্রভুপাদঃ হ্যাঁ। আমাদের সব ছেলেদের লেখা উচিত। অন্যথায় আমরা কি করে বুঝবো যে সে এই দর্শনটা বুঝতে পেরেছে? লেখা মানে শ্রবণং কীর্তনং। শ্রবণং মানে কর্তৃপক্ষের কাছ থেকে শ্রবণ করা, এবং আবার তা পুনরাবৃত্তি করা। এটিই আমাদের কাজ, শ্রবণং কীর্তনং বিষ্ণুঃ (শ্রীমদ্ভাগবত ৭.৫.২৩)। বিষ্ণু সম্পর্কে, কোন রাজনীতিবিদ কিংবা অন্য কোন সাধারণ মানুষের জন্য নয়। শ্রবণং কীর্তনং বিষ্ণুঃ, শ্রীকৃষ্ণ অথবা শ্রীবিষ্ণু সম্পর্কে। এটিই হচ্ছে সাফল্য। শোন আর পুনরাবৃত্তি কর, শোন আর পুনরাবৃত্তি কর। তোমার বানানোর প্রয়োজন নেই। আমাদের যে কেউ, আমি ভগবদ্গীতায় যা দিয়েছি, তাই যদি শুধু পুনরাবৃত্তি করে, তাহলেই ভালো বক্তা হতে পারবে। আমি কি করছি? আমি একই জিনিস করছি, একই জিনিস লিখছি, যাতে করে আধুনিক মানুষ বুঝতে পারে। অন্যথায় আমরা একই জিনিস পুনরাবৃত্তি করছি। তারাও একই জিনিস পুনরাবৃত্তি করছে, ইন্দ্রিয়তৃপ্তি। পুনঃ পুনশ্চর্বিতচর্বণানাম (শ্রীমদ্ভাগবত ৭.৫.৩০)। কিন্তু যেহেতু এটা জড় তাই তারা আনন্দ পাচ্ছে না। কিন্তু এই চিন্ময় শব্দ, একই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা বারংবার জপ করছি, কিন্তু আমরা চিন্ময় আনন্দ লাভ করছি। আমরা কি করছি? একই "হরে কৃষ্ণ।" সুতরাং প্রক্রিয়াটি একই; বিষয়বস্তুটি ভিন্ন হতে পারে। তাহলে তোমরা কেন জনসাধারনের কাছে প্রচারের ক্ষেত্রে পিছিয়ে থাকবে? এখানে অনেক বড় বড় ব্যক্তিরা রয়েছেন। তোমাদের বইগুলো কেন পিছনে থাকবে? কেন? এখানে সম্পাদকরা রয়েছেন। আমি মনে করি না এখানে কোন ঘাটতি রয়েছে।

রামেশ্বরঃ এখন কোন ঘাটতি নেই। প্রভুপাদঃ হুহ? আগে তা ছিল? (বিরতি)

রামেশ্বরঃ আমরা যদি খুব দ্রুত গ্রন্থগুলো ছাপাতে চাই, তাদেকে আমেরিকায় ছাপাতে হবে, নতুন গ্রন্থগুলো।

প্রভুপাদঃ আর সেখানে পুনর্মুদ্রন কর।

রামেশ্বরঃ হ্যাঁ, আমরা তা করতে পারি।

প্রভুপাদঃ তাহলে কেন তাদেরকে কিছু সাধারণ বইও দেয়া হয়নি?

রামেশ্বরঃ আমরা এবছর তাদেরকে জাপানে অনেক কাজ দিয়েছি।

প্রভুপাদঃ হ্যাঁ, হ্যাঁ। তাদের সাথে আমাদের খুব ভালো ব্যবহার করা উচিত। শুরুতে তারা আমাদের অনেক সাহায্য করেছে। হ্যাঁ। আমি শুরুতে তাদেরকে মাত্র ৫০০০ ডলার দিয়েছিলাম, আর ৫২০০০ এর জন্য অর্ডার দিয়েছিলাম, কিন্তু তারা সরবরাহ করেছিল। তারা টাকা পেয়েছিল। তারা দৃঢ় বিশ্বাসী ছিল যে আমরা তাদের সাথে প্রতারণা করবো না। তাই আমাদের সম্পর্কটা খুব সুন্দর। সুতরাং এটিকে কাজে লাগাও। (বিরতি) জাপানীরা আমাদের প্রকাশনাকে খুব পছন্দ করেছে।

রামেশ্বরঃ মেয়ে। মূলপ্রকৃতি।

প্রভুপাদঃ হুহ?

রামেশ্বরঃ এই মেয়েটি আপনাকে হাওয়াইতে দেখেছিল, মূলপ্রকৃতি।

প্রভুপাদঃ হ্যাঁ। সে খুব উৎসাহী। মূলপ্রকৃতি। যদুবর প্রভু কোথায়? সে কোথায়?

জয়তীর্থঃ সে এখানে ডানদিকে।

প্রভুপাদঃ ওহ্‌। তুমি কি এখন ভালো অনুভব করছ?

যদুবরঃ আমার একটু উন্নতি হচ্ছে।

প্রভুপাদঃ ভালো। তো সবাই ভালো অনুভব করছ?

ভক্তবৃন্দঃ হ্যাঁ।

প্রভুপাদঃ তুমিও ভালো অনুভব করছ?

বিশাখাঃ এখন আমি ঠিক আছি।

প্রভুপাদঃ হুহ?

বিশাখাঃ আমি এখন সম্পূর্ণ ঠিক আছি।

প্রভুপাদঃ (হাসি) খুব ভালো।