BN/Prabhupada 1037 - এই জড় জগতে আমরা দেখি যে প্রায় সবাই ভগবানকে ভুলে গেছে

Revision as of 09:52, 27 September 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1037 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730809 - Conversation B with Cardinal Danielou - Paris

প্রভুপাদঃ ... আঙ্গুল হচ্ছে আমার দেহের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তার কাজ হচ্ছে দেহের সেবা করা। আমি আঙ্গুলকে বলি, "এদিকে এসো।" এটি এভাবে কাজ করছে। আমি আঙ্গুলকে বলছিঃ "এদিকে এসো।" এটি তা করছে... সুতরাং আঙ্গুলের কাজ হচ্ছে সম্পূর্ণ দেহের সেবা করা। এটি হচ্ছে অংশ। আর দেহটি হচ্ছে পূর্ণ। সুতরাং অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। এটি হচ্ছে স্বাভাবিক অবস্থা।

যোগেশ্বরঃ (ফরাসি ভাষা)

কর্ডিনাল ড্যানিয়েলঃ আমি এর সাথে একমত...

প্রভুপাদঃ আমাকে শেষ করতে দিন।

কর্ডিনাল ড্যানিয়েলঃ হ্যাঁ। আর আমি মনে করি যে প্রতিটি জীবের বৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা, হ্যাঁ। ভগবদ সেবা।

প্রভুপাদঃ হ্যাঁ। তাই জীব যখন তার এই উদ্দেশ্যের কথা ভুলে যায়, সেটাই হচ্ছে জড় জাগতিক জীবন।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ এটি...? (ফরাসি ভাষা)

যোগেশ্বরঃ (ফরাসি ভাষা)।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ (ফরাসি ভাষা)

প্রভুপাদঃ তাই আমরা দেখতে পাই যে এই জড় জগতের প্রায় প্রত্যেকেই ভগবানকে ভুলে গেছে।

যোগেশ্বরঃ(ফরাসি ভাষা)

কর্ডিনাল ড্যানিয়েলোঃ(ফরাসি ভাষা)

প্রভুপাদঃ সিদ্ধান্ত হচ্ছে যে এই জড় জগত সৃষ্টি হয়েছে...

কর্ডিনাল ড্যানিয়েলোঃ সৃষ্টি...

প্রভুপাদঃ বিস্মৃত আত্মাদের জন্য সৃষ্টি করা হয়েছে।

যোগেশ্বরঃ(ফরাসি ভাষা)

কর্ডিনাল ড্যানিয়েলোঃ(ফরাসি ভাষা)।

প্রভুপাদঃ আর এখন কাজ হচ্ছে তাদের ভগবৎ চেতনাকে পুনরায় জাগিয়ে তোলা।

যোগেশ্বরঃ(ফরাসি ভাষা)।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ।

প্রভুপাদঃ জীবাত্মাদের জ্ঞানদীপ্ত করার প্রক্রিয়াটি হচ্ছে , বিশেষ করে মনুষ্য প্রজাতিকে, কারণ পশু জীবনে কেউ জ্ঞান লাভ করতে পারেনা। পশুরা না পারে ভগবান সম্পর্কে জানতে।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ, হ্যাঁ।

প্রভুপাদঃ একমাত্র মানুষই তা বুঝতে পারে। যদি তাকে প্রশিক্ষন দেয়া হয়, তাহলে সে ভগবৎ চেতনাময় হবে।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ, হ্যাঁ। এটি সত্যি।

প্রভুপাদঃ কাজেই এই সৃষ্টি হচ্ছে ভুলে যাওয়া আত্মাদের জন্য, তাদের ভগবৎ চেতনাকে পুনরুজ্জীবিত করার সুযোগ দেয়ার জন্য।

যোগেশ্বরঃ এটি পরিষ্কার?

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ, এটি পরিষ্কার। এটি খুবই খুবই পরিষ্কার। খুব স্বচ্ছ।

প্রভুপাদঃ আর উদ্দেশ্যে কখনও কখনও ভগবান স্বয়ং অবতীর্ণ হন। কখনও কখনও তিনি তাঁর প্রতিনিধি, তাঁর পুত্র অথবা তাঁর ভক্ত, তাঁর সেবককে প্রেরণ করেন। এভাবেই চলতে থাকে। ভগবান চান যে এই সমস্ত ভুলে যাওয়া আত্মারা যেন পুনরায় তাদের নিত্য আলয়, ভগবানের কাছে ফিরে যায়।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ, ফিরে যাওয়া, অবশ্যই।

প্রভুপাদঃ কাজেই তাঁর দিক থেকে নিরন্তর প্রচেষ্টা থাকে তাদের ভগবৎ চেতনাকে পুনরায় জাগিয়ে তোলার।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ।

প্রভুপাদঃ এখন এই ভগবৎ চেতনাকে একমাত্র মনুষ্য জীবনেই জাগিয়ে তোলা সম্ভব, অন্য কোন প্রজাতিতে নয়।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ অন্য কোনটাতে নয়, ঠিক।

প্রভুপাদঃ হতে পারে খুব বিরলভাবে, কিন্তু মানুষ... (একপাশে) জল কোথায়?

যোগেশ্বরঃ তিনি বলছেন তিনি এটি নিয়ে আসছেন...

প্রভুপাদঃ আচ্ছা। একমাত্র মানুষই তার সুপ্ত ভগবৎ চেতনাকে জাগিয়ে তোলার বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয়েছে।

যোগেশ্বরঃ (ফরাসি ভাষা)

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ।

প্রভুপাদঃ তাই মানব জাতির প্রতি সর্বোত্তম সেবা হচ্ছে তাদের ভগবৎ চেতনাকে জাগিয়ে তোলা।

কর্ডিনাল ড্যানিয়েলোঃ হ্যাঁ, এটি সত্য, এটি সত্য।

প্রভুপাদঃ সর্বোত্তম সেবা।