BN/Prabhupada 1043 - আমরা কোকাকোলা খাই না, আমরা পেপসিকোলা খাই না, আমরা ধূমপান করি না

Revision as of 08:11, 9 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1043 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


751002 - Lecture SB 07.05.30 - Mauritius

আমরা কোকাকোলা খাই না। আমরা পেপ্‌সিকোলা খাই না। আমরা ধূমপান করি না। যদি কেউ জাগতিক জীবনের প্রতি আসক্ত থাকে তাহলে সে এটি বুঝতে পারবে না, অথবা তাকে কৃষ্ণভাবনামৃত সম্পর্কে বোঝানো যাবে না। ভগবগীতাতেও বলা হয়েছে যে,

ভোগৈশ্বর্য প্রসক্তানাম্‌
তয়াপহৃত চেতসাম্‌
ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ
সমাধৌ ন বিধীয়তে
(গীতা ২.৪৪)

যারা জাগতিক জীবনধারার প্রতি অত্যন্ত আসক্ত, মানে ইন্দ্রিয় তৃপ্তির প্রতি - জাগতিক জীবন মানে ইন্দ্রিয় তৃপ্তি। পারমার্থিক জীবন ও জাগতিক জীবনের মধ্যে পার্থক্য কি? এই আমেরিকান ও ইউরোপীয় ছেলেগুলো তারা এই পারমার্থিক জীবন বেছে নিয়েছে, অর্থাৎ তারা ইন্দ্রিয় তৃপ্তির পন্থা বাদ দিয়েছে। অবৈধ যৌন সঙ্গ, মাংসাহার, জুয়া, নেশা এসব বর্জন। এটিই হচ্ছে জাগতিক জীবন। অন্যথায়, জাগতিক জীবন ও পারমার্থিক জীবনের মধ্যে পার্থক্যটি কোথায়?

যদি আমরা জাগতিক জীবন নিয়েই পড়ে থাকি, তাহলে কৃষ্ণভাবনামৃত আন্দোলন বোঝা অনেক, অনেক কঠিন হবে। মতির্ন কৃষ্ণে পরতঃ স্বতো বা মিথোহভ্যিপদ্যেত গৃহব্রতানাম্‌ (SB 7.5.30) কেন? অদান্ত গোভিঃ। অদান্ত মানে অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত। আমাদের ইন্দ্রিয়গুলো অনিয়ন্ত্রিত। আজ সকালে যখন আমি সাগরসৈকতে হাঁটছিলাম, আমরা অনেক কিছু দেখলাম - কোকাকোলার ছিপি, সিগারেটের পোড়া অবশিষ্টাংশ , আরও আরও কত কি। এই কোকাকোলার দরকার কি? আমাদের সমাজে তুমি এসব খুঁজে পাবে না। আমাদের কোকাকোলা খাই না, পেপসিকোলা খাই না, আমরা ধূমপান করি না। বাজারে চটকদার সব বিশাল বিজ্ঞাপন দেখিয়ে সব গরীব লোকদের শিকার বানানো হচ্ছে... কিন্তু ওসব হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। এসবের কোনই দরকার নেই। কিন্তু অদান্ত গোভিঃ। কারণ ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে না। তারা তাই বিজ্ঞাপন বানাচ্ছে। ওরা সব অপ্রয়োজনীয় জিনিসের বিজ্ঞাপন বানাচ্ছে। আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা সত্যিই পারমার্থিক জীবন পেতে চাই, যদি আমরা সত্যিই মায়ার করাল থাবা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের শিখতে হবে কীভাবে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে হয়। সেটিই চাই। সেইটিই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। সেটিই মনুষ্য জীবনের লক্ষ্য। মনুষ্য জীবন কেবল কুকুর-বেড়াল-শুয়োরদের অনুকরণ করার জন্য নয়। সেটি মনুষ্য জীবন নয়।