BN/Prabhupada 0036 - আমাদের জীবনের লক্ষ্য

Revision as of 16:40, 28 November 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0036 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)




Lecture on BG 2.1-11 -- Johannesburg, October 17, 1975

আমরা যখন এই জর-ব্যাপারে বিভ্রান্ত হয়ে যাই কী করা যাই - করা যাই কী না যাই, এটা হলো একটা উদাহরণ তখন একজন গুরুর সাথে পরামরসও করা উচিত সেই নির্দেশ আমরা এখানে দেখি পরিচ্ছমিতা ত্বাম ধার্মা-সমুদ্ধা-চেতাঃ (ভা.গী ২।৭) যখন আমরা বুদ্ধিভ্রষ্ট হয়ে যাই, আমরা প্রভেদ করি না - কোনটা ধার্মিক আর কোনটা ধার্মিক নই আমাদের অবস্থান সঠিকভাবে ব্যবহার করবেন না সেটাই হলো কার্পন্যা-দসফটা-স্বাভাবঃ (ভা.গী ২।৭)। সেই সমই কোনো গুরুর প্রয়োজন ছিলো না। সেটাই হলো বৈদিক নির্দেশ তদ-বিজ্ঞানর্থাম সা গুরুম এবাভিগকছিতে স্রত্রিয়াম ব্রহ্মা-নিস্তাঁম (MU 1.2.12).

এটাই আমাদের দায়িত্ব। এটাই সভ্যতা যে আমরা এই জীবনে অনেক সমস্যার সাক্ষাৎ করছি সেটাই প্রাকৃতিক। এই বস্তু জগতে, বস্তু জগৎ আমাদের জীবনের সমসস্যা। পদম পদম যদ্দ বিপদম (ভা.গী.১০.১৪.৫৮) জোর জগতের বিবরণ হলো প্রতিটি পদক্ষেপে ঝুঁকি। এটাই জোর জগৎ অতএব আমাদের একজন গুরুর নির্দেশ নেওয়া উচিত একজন শিক্ষকের থেকে, একজন আধ্যাতিক গুর্রুর থেকে কিভাবে অগ্রগতি করতে হয়, কারণ ইটা... যা পরে ব্যাখ্যা করা হবে, যা আমাদের জীবনের লক্ষ্য অন্তত মানুষের গঠন এই জীবনে, এই আরিয়ান সভ্যতা, আমাদের জীবনের লক্ষ্য হলো সাংবিধানিক অবস্থান কে বোঝা, আমি কে আমি কে যদি আমরা না বুঝি, আমরা কে তাহলে আমরা কুকুর আর বেড়ালের সমান। কুকুর,বেড়াল জানে না। তারা ভাবে তারা এই শরীর। যা বেক্ষা করা হবে।

সুতরাং জীবনের সেই অবস্থায়,যখন আমরা বিভ্রান্ত... প্রকৃতপক্ষে আমরা বিভ্রান্ত প্রতিটি মুহূর্তে অতএব ইটা প্রয়োজনীয় যে একজনকে এক সঠিক গুরুকে অভিগমন করা উচিত এখন অর্জুন কৃষ্ণকে অভিগমন করছে, মহান শ্রেণীর গুরু। মহান শ্রেণীর গুরু। একজন গুরুর বিবরণ হলো সর্বোচ্চ প্রভু। উনি হলেন সবার গুরু, পরম গুরু। তাই যেকেও কৃষ্ণকে চিত্রিত করে, উনিও একজন গুরু। সেটা চতুর্থ অধ্যায়ে ব্যাখ্যা করা হবে। যেতাম পরম্পরা-প্রাপ্তম এমাম রাজারসাও বিদাহ (ভা.গী ৪।২) সুতরাং কৃষ্ণ আমাদের উদাহরণ দিচ্ছেন, কোথায় আমাদের আত্মসমর্পণ করা উচিত আর আমাদের গুরু গ্রহণ করা উচিত।

এখানে কৃষ্ণ আছেন। তাই আপনাদের কৃষ্ণকে গ্রহণ করা উচিত বা তার প্রতিনিধিদের গুরু হিসাবে। তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যথায় এটি সম্ভব নয়, কারণ তিনি বলতে পারেন আপনার জন্য কি ভাল, আপনার জন্য কি খারাপ। তিনি জিগেস করছেন, যাক চরিয়াঃ স্যান নিস্সিতাম ব্রূহি তৎ (ভা.গী ২।৭). নিশ্চিতম। যদি আপনি পরামর্শ, নির্দেশনা, নিশিত্তম চান, কোন সন্দেহ ছাড়া, কোন বিভ্রম ছাড়াই, কোন ভুল ছাড়া, কোন প্রতারণা ছাড়াই, যেটিকে বলা হয় নিশিত্মাম যে আপনি কৃষ্ণ বা তার প্রতিনিধি থেকে পেতে পারেন। আপনি অসিদ্ধ ব্যক্তি বা প্রতারণা থেকে সঠিক তথ্য পেতে পারেন না। এটা সঠিক নির্দেশনা নয়।

আজকাল এটি একটি ফ্যাশন; সবাই গুরূ হয়ে উঠছে এবং তিনি নিজের মতামত দিচ্ছেন, "আমার মনে হয়," "আমার মতে।" এটা গুরু নয়। গুরুর অর্থ হচ্ছে তিনি সাহিত্য থেকে সাক্ষ্য প্রদান করা উচিত। এ্যা: সস্ত্র-বিধিম উৎসরিয়া বার্তাতে কামা-করতঃ : (ভা.গী ১৬।২৩) যারা সস্ত্রর থেকে কোনো প্রমান দেয় না তারপর না সিদ্ধিম সা অবাপ্নোতি, তিনি যে কোনও সময় সাফল্য পেতে পারেন না, " না সূক্ষ্ম, "এই উপাদান বিশ্বের কোন সুখ না," না পারাম গতিম, এবং পরের জীবনে উঁচুতা বলতে কি। "এই আদেশ হয়।