BN/Prabhupada 0128 - আমি কখনই মারা যাব না
Press Conference -- July 16, 1975, San Francisco
রিপোটারঃ মার্কিন যুক্তরাষ্ট্রে কতজন সদস্য? আমি বললাম দুই হাজার। এটা কি প্রায় সঠিক? প্রভুপাদঃ সেটা তারা বলতে পারেন। জয়তীর্থঃ ভাল, আমাদের প্রকাশিত চিত্র হলো বিশ্বব্যাপী সদস্যপদ দশ হাজার। মার্কিন যুক্তরাষ্ট্র যে কত ,ঠিক বলা যাচ্ছে না। রিপোটারঃ পাঁচ বছর আগে আমি এই আন্দোলনের একটি গল্প নিয়েছিলাম এবং সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজারেরও বেশি ব্যক্তিকে দেখেছি। পাভুপাদঃ এটা বাড়ছে। রিপোটারঃ এটা বাড়ছে? প্রভুপাদঃ ওহ হ্যাঁ, স্পষ্টভাবে। জয়তীর্থঃ আমি বলছিলাম বিশ্বব্যাপি সংখ্যা হবে দশ হাজার। রিপোটারঃ হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। আমাকে বলতে পারেন আপনার বয়স কতো? জয়তীর্থঃ তিনি জানতে চাইছেন আপনার বয়স, শ্রীল প্রভুপাদ। প্রভুপাদঃ আমার, এক মাস পরে আমি ৮০বছরের হবো। রিপোটারঃ আশি? প্রভুপাদঃ ৮০ বছর বয়স। রিপোটারঃ কি হবে... পাভুপাদঃ আমি জন্ম নিয়েছিলাম ১৮৯৬ সালে, এখন আপনারা হিসাব করুন। রিপোটারঃ মার্কিন যুক্তরাষ্ট্র আন্দোলনে কি হবে যখন আপনি মরে যাবেন? প্রভুপাদঃ আমি কখনো মরবো না। ভক্তঃ জয়! হরি বোল! (হাসি) প্রভুপাদঃ আমি আমার বইয়ের মধ্যে থাকব, এবং আপনারা ব্যবহার করবেন। রিপোটারঃ আপনি কি প্রশিক্ষণে সফল ? প্রভুপাদঃ হ্যাঁ। আমার গুরু মহারাজ এখানে আছেন। কোথায় আমার গুরু মহারাজের ছবি? আমি মনে করি ... এখানে। রপোটারঃ কেন হরে কৃষ্ণ আন্দোলন সামাজিক প্রতিবাদে নিয়োজিত হয়নি? প্রভুপাদঃ আমরা সেরা সামাজিক কর্মী। মানুষ বোকা এবং হতভাগা। আমরা তাদের ভগবদ ভাবনার চমৎকার ধারণার শিক্ষা দিই। আমরা সেরা সামাজিক কর্মী। আমরা সব অপরাধ বন্ধ করব। আপনার সামাজিক কাজ কি? হিপ্পি এবং অপরাধীদের উৎপন্ন করা এটা সামাজিক কাজ নয়। সামাজিক কাজ মানে জনসাধারন আবশ্যই খুব শান্তিপ্রিয় হবে। বিজ্ঞ, বুদ্ধিমান, ভগবান সচেতন, প্রথম শ্রেণীর মানুষ। এটা সামাজিক কাজ। যদি আপনি কিছু চতুর্থ শ্রেণির, পঞ্চম শ্রেণীর, দশম শ্রেণীর মানুষ উৎপাদন করেন তাহলে আর সামাজিক কাজ কি? আমরা যা উৎপাদন করছি। শুধু দেখুন, এখানে প্রথম শ্রেণীর মানুষ। তাদের কোন খারাপ অভ্যাস নেই, অবৈধ যৌনতা, মাতাল, মাংস খাওয়া, বা জুয়া। তারা সবাই তরুণ। তারা এই সব জিনিসে আসক্ত হয় না। এটি সামাজিক কাজ। ভক্ত দাসঃ শ্রীল প্রভুপাদ, তারা জানতে চায় , এই আন্দোলনের রাজনৈতিক প্রভাব কি হবে? প্রভুপাদঃ হরে কৃষ্ণ আন্দোলন গ্রহণ করা হলে সবকিছুই মার্জিত করা হবে। যস্যাস্তি ভক্তিঃ ভগবতি অকিঞ্চনা সর্বৈগুর্ণৈস্ত্রত্র সমাসতে সুরাঃ (শ্রী.ভা. ৫.১৮.১২) যদি এই ভগবান চেতনা ছড়িয়ে পরে, তাহলে সবাই উজ্জ্বলভাবে যোগ্যতা অর্জন করবে। এবং ভগবান চেতনা ছাড়া, তথাকথিত শিক্ষা যেটা আমি সকালবেলা আলোচনা করেছি, এর কোন দাম নেই। শুধুমাত্র তারা এটা গ্রহণ করছে। আমরা কি বিষয়ে কথা বলছিলাম? বহুলাস্যঃ আজ সকালে মনোবিজ্ঞান নিয়ে। প্রভুপাদঃ ছাত্রদের ফলাফল হচ্ছে হতাশার মধ্যে তাদের টাওয়ার থেকে অধ:পতন হওয়া। এবং তারা কাঁচ দ্বারা সুরক্ষিত। বহুলাস্যঃ বার্কলে ক্যাম্পাসের বেল টাওয়ারে 60-এর শিক্ষার্থীরা নিজেদেরকে মারার জন্য সেই টাওয়ার থেকে ঝাঁপ দেবে। তাই তারা জাম্পিং থেকে ছাত্রদের থামাতে সেখানে কাঁচ রাখে। তাই প্রভুপাদ তাদের শিক্ষাটি ব্যাখ্যা করছিলেন, তারা শিক্ষা পাওয়ার পরে, তাদের আত্মহত্যা করতে হবে। (হাসি) প্রভুপাদঃ এটা শিক্ষা নয়। বিদ্যা দদাতি নর্মতা। শিক্ষিত মানে সে হবে বিনয়ী, ভদ্র,সংযত, জ্ঞানে পূর্ণ, জ্ঞান, সহনশীল, মন নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণের বাস্তব প্রয়োগ। এটা শিক্ষা। এই শিক্ষা কি? রিপোটারঃ আপনি একটি কলেজ গঠন করার চেষ্টা করছেন? প্রভুপাদঃ হ্যাঁ, এটা আমার পরের প্রচেষ্টা, আমরা শ্রেণীবিন্যাস অনুযায়ী শিক্ষিত হব। প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী পর্যন্ত। এবং তারপর পঞ্চম শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীর, যেটা স্বয়ংক্রিয়ভাবে সেখানে আছে। সুতরাং প্রথম শ্রেণীর পুরুষরা অবশ্যই কমপক্ষে সমাজে আদর্শ শ্রেণীর পুরুষ হতে হবে, এবং এইটা একটা, যে মন নিয়ন্ত্রণ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, খুব পরিষ্কার, সত্য, সহনশীল, সরলতা, পূর্ণ জ্ঞান, জীবনে জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং ভগবানে পূর্ণ বিশ্বাস। এই প্রথম শ্রেণীর মানুষ।