BN/Prabhupada 0170 - আমাদের গোস্বামীদের অনুসরণ করতে হবে
Lecture on SB 1.7.8 -- Vrndavana, September 7, 1976
সুতরাং এই সংহিতা ... সংহিতা মানে বৈদিক সাহিত্য। অনেক হতভাগা আছে, তারা বলে যে "ভাগবতম ব্যাসদেব লেখেন নি, এটি কোন বোপদেবের লেখা। তারা এইরকম বলে। মায়াবাদী, নিরিশ্বরবাদী। কারন যদিও নিরিশ্বরবাদী অথবা মায়াবাদী নেতা সংঙ্করাচার্য, তিনি ভগবদ-গীতার উপর মন্তব্য লিখেছেন, কিন্তু তিনি শ্রীমদ্ভাগবতম স্পর্শ করতে পারতেন না, কারন শ্রীমদ্ভাগবতমে জিনিসটা এত সুন্দরভাবে সেট আপ হয়, কৃত্যানুকর্ম, যেটা মায়াবাদীদের দ্বারা প্রমাণ করা সম্ভব নয় যে, ভগবান নিরাকার। তারা এটা করতে পারে না। এখন তারা করছে , তারা তাদের নিজের মত করে ভাগবতম পড়ছে, কিন্তু যে কোন বুদ্ধিমান মানুষ আপীল করে না। কখনো কখনো আমি দেখেছি একজন বড় মায়াবাদী একটা শ্লোক ব্যাখ্যা করছে ভাগবতম থেকে। যে "কারন আপনি ভগবান, তাই যদি আপনি খুশী হন, তাহলে ভগবান খুশী হবেন "। এটা তাদের দর্শন। "আপনার প্রয়োজন নেই আলাদা করে ভগবানকে খুশি করার। সুতরাং যদি আপনি মদ পান করার দ্বারা সন্তুষ্ট হন, তাহলে ভগবান সন্তুষ্ট। "এটা তাদের ব্যাখ্যা। অতএব চৈতন্য মহাপ্রভু এই মায়াবাদী ভাষ্যর নিন্দা করেছেন। চৈতন্য মহাপ্রভু বলেছেন, মায়াবাদী -ভাষ্য শুনিলে হয় সর্বনাশ (চৈ.চ.মধ্য ৬.১৬৯) মায়াবাদী কৃষ্ণে অপরাধী। তিনি স্পষ্টতই বলেন। কোন আপস নয়। মায়াবাদীরা, তারা কৃষ্ণের চরনে অপরাধী। তানহং দ্বিষতঃ ক্রূরান (ভ.গী.১৬.১৯) কৃষ্ণ আরও বলেছেন। তারা খুব, খুব কৃষ্ণের প্রতি হিংসাপরায়ন। কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর, শ্যামসুন্দর এবং মায়াবাদীরা ব্যাখ্যা করে যে "কৃষ্ণের কোন হাত নেই, পা নেই। এই সব কল্পনা। " এটা কত অপরাধ, তারা জানে না। কিন্তু আমাদের মত মানুষকে, চৈতন্য মহাপ্রভু স্পষ্টতই সতর্ক করে দিয়েছেন যে "মায়াবাদীদের কাছে যেও না"। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মায়াবাদী হয় কৃষ্ণে অপরাধী। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবৃতি। সুতরাং আপনাকে খুব, খুব সতর্কতা অবলম্বন করা উচিত। কোনও মায়াবতী কথা শুনতে চাইবেন না। অনেক মায়াবাদী বৈষ্ণবের পোশাকে রয়েছে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাদের সম্পর্কে ব্যাখ্যা করেছেন, যে এই তো এক কলির চেলা নাকে তিলক গলায় মালা, যে "এখানে কলির অনুগামী। যদিও তাদের আছে নাকে তিলক এবং গলায় মালা, কিন্তু সে এক কলির চেলা।" যদি সে মায়াবাদী, সহজ ভজন করছে মামু সঙ্গে লয়ে পরের বালা। তাই সেই জিনিস সেখানে আছে। আপনি বৃন্দাবনে আসলে খুব সাবধান, খুব সাবধান। মায়াবাদী ভাষ্য শুনিলে (চৈ.চ.মধ্য ৬.১৬৯) এখানে অনেক মায়াবাদী আছে, অনেক তথাকথিত তিলক-মালা, কিন্তু আপনি জানেন না তাদের ভিতরে কি আছে। কিন্তু মহান আচার্য, তারা খুঁজে বের করতে পারেন। শ্রুতি-স্মৃতি-পুরানাদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতয়ে কল্পতে (ব্র.সং ১.২.১০১) তারা শুধুমাত্র ঝামেলা তৈরি করে। অতএব আমাদের গোস্বামীদের অনুসরন করতে হবে, গোস্বামী সাহিত্য, বিশেষ করে ভক্তি-রসামৃত-সিন্ধু্তে, যা আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে অনুবাদ করেছি, আপনারা প্রত্যেকে খুব সাবধানে পড়বেন এবং অগ্রগতি করবেন। মায়াবাদী তথাকথিত বৈষ্ণব দ্বারা তিক্ততা করবেন না। এটা খুব বিপজ্জনক। অতএব বলা হয়, স সংহিতা ভগবতিং কৃত্যানুক্রম্য আত্মজ। এটা খুব গোপনীয় বিষয়। তিনি এটি শেখান, নির্দেশ দেন শুকদেব গোস্বামীকে।