BN/Prabhupada 0205 - আমি কখনো আশা করি নি যে "এই লোকেরা গ্রহণ করবে"

Revision as of 09:51, 23 February 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0205 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - M...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Morning Walk -- May 20, 1975, Melbourne

প্রভুপাদঃ এই নয় যে তোমাকে দেখতে হবে যে তারা কৃষ্ণ ভাবনাময় হয়েছেন। কৃষ্ণ ভাবনাময় হওয়া খুব সহজ নয়। এটা এত সহজ নয়। অনেক অনেক জন্মের পর, বহুনাম জন্মনাম অন্তে (ভ.গী.৭.১৯) কিন্তু আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে। যাও এবং প্রচার করো। যারে দেখ, তারে কহ 'কৃষ্ণ উপদেশ'(চৈ.চ.মধ্য ৭.১২৮) আপনার কর্তব্য শেষ হয়ে গেছে। অবশ্যই, আপনি তাকে বদলানোর চেষ্টা করবেন। যদি সে পরিবর্তন না হয়, তবে সেটা আপনার দায়িত্ব বিচ্যুতি করবে না। আপনাকে শুধু যেতে হবে এবং কথা বলতে হবে। যেমন আমি যখন আপনাদের দেশে এসেছিলাম, আমি কোন সাফল্যের আশা করি নি। কারন আমি জানতাম,"যখনই আমি বলব,'কোন অবৈধ সঙ্গ কর না, কোন মাংসাহার কর না, তারা আমাকে পরিত্যাগ করবে।"(হাসি) তাই আমি একদমই আশাবাদী ছিলাম না।

ভক্তঃ (১) তারা খুব আসক্ত ছিল।

প্রভুপাদঃ হ্যাঁ। কিন্তু এটা আপনাদের দয়া যে আপনারা আমাকে গ্রহণ করেছেন। কিন্তু আমার আশা ছিল না। আমি কখনো আশা করি নি যে " এই মানুষরা গ্রহণ করবে।" আমি কখনো আশা করি নি।

হরি শৌরিঃ তাই কেবল যদি আমরা কৃষ্ণের উপর নির্ভর করি...

প্রভুপাদঃ হ্যাঁ, এটা আমাদের একমাত্র কাজ।

হরি শৌরিঃ এবং যদি আমরা ফলাফলের জন্য দেখি...

প্রভুপাদঃ আর আধ্যাত্মিক গুরু দ্বারা নির্ধারিত রূপে, আমাদের নিজের কর্তব্য করা উচিত। গুরু-কৃষ্ণ-কৃপায় (চৈ.চ.মধ্য ১৯.১৫১) তখন দুই পক্ষ থেকে, আপনি অনুগ্রহ প্রাপ্ত হবেন, আধ্যাত্মিক গুরু থেকে এবং কৃষ্ণ থেকে। আর এটাই সফলতা।