BN/Prabhupada 1044 - আমার শৈশবকালে আমি ঔষধ গ্রহণ করতে চাইতাম না

Revision as of 21:12, 10 March 2018 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Bengali Pages - 207 Live Videos Category:Prabhupada 1044 - in all Languages Categor...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


751003 - Morning Walk - Mauritius

প্রভুপাদঃ কৃত্রিম নীতি খুব ভাল, যদি এটি কৃষ্ণের জন্য করা হয়। তাহলে তারা সমগ্র বিশ্বকে একত্রিত করতে পারে।

ব্রহ্মানন্দঃ তাদের খুব ভাল পরিচালনার প্রতিভা ছিল।

প্রভুপাদঃ ওহ, হ্যাঁ। কিন্তু সমগ্র ব্যবস্থা তাদের নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরিকল্পনা করা হয়েছিল।

ব্রহ্মানন্দ: শোষণ

পুষ্টকৃষ্ণঃ যদি আমাদের কাছে এইরকম কোনো ধরনের শক্তি থাকত, এবং যদি আমরা এরকম কিছু করার চেষ্টা করি, তাহলে এটি তাদের অভিযুক্ত ধর্মযুদ্ধের মত।

প্রাভুপাদঃ এখন, ধর্মযুদ্ধ, এমনকি ... যদি তারা খৃস্টানদের ধারণা প্রসারিত করতে পারে, ভগবানের প্রতি ভালবাসা, এটা ভাল হতো। কিন্তু এটা উদ্দেশ্য ছিল না এটা শোষণ ছিল।

পুষ্টকৃষ্ণঃ জোর করে?

প্রভুপাদঃ হ্যাঁ। বল প্রয়োগ করলে যদি আপনি কিছু ভাল ওষুধ দেন, তাহলে তার জন্য ভাল। আমার শৈশবকালে আমি ঔষধ গ্রহণ করতাম না। ঠিক এই রকম, এখনও করি না। (হাসি) তাই আমাকে চামচে করে বল দ্বারা ঔষধ দেওয়া হয়। দুইজন লোক আমাকে ধরবে, আর আমার মা আমাকে কোলে নিয়ে এবং তারপর বাধ্য করবে এবং আমাকে নিতে হতো। আমি কোনও ঔষধ নিতে সম্মত হতাম না।

হৃষীকেশঃ শ্রীল প্রভুপাদ আমারা কি এখন তাই করব?

প্রভুপাদঃ তাহলে তোমরা আমাকে মেরে ফেলবে।