"তাই ভগবৎ চেতনার এই আন্দোলনের প্রসার ঘটছে, কারণ এটিই স্বাভাবিক। সকলেই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ঠিক যেমন পিতা ও পুত্রের মধ্যে রক্তের সম্পর্ক থাকার কারণে একটা স্বাভাবিক আসক্তি থাকে। ঠিক যেমন ঐ শিশুটির মতো। যেহেতু সে একটি নির্দিষ্ট মায়ের সন্তান, তাই সেই মায়ের প্রতি তার একটা স্বাভাবিক ভালবাসা রয়েছে। সবসময়। আমি বলতে চাইছি, যেমন ও সবসময় মায়ের সাথে হাঁটছে। ঠিক একইভাবে, তোমরা সকলেই ভগবানের সন্তান। ভগবানের প্রতি আমাদের একটা স্বাভাবিক টান রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, তোমরা এটি ভুলে গিয়েছ। এই হচ্ছে আমাদের অবস্থা। একে বলা হয় মায়া।"
|