""আমাদের মূল বক্তব্যটি হ'ল,আমাদের জন্মলগ্নে মাতৃগর্ভ থেকেই যেমন দেহের বিকাশ ঘটে চলেছে, ঠিক তেমনই মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পরেও এটি বিকশিত হয়।
তবে একইভাবে আত্মার স্ফুলিঙ্গটি সেখানে রয়েছে। তাই দেহের বিকাশ ঘটে...।এমতাবস্থায়, এই ছোট্ট শিশুটি বালকে পরিণত হয় , তারপর সে যুবক হয়,ধীরে ধীরে আমার মতো একজন বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয় এবং তারপর ধীরে ধীরে যখন এই দেহটি আর কার্যক্ষম থাকবে না, তখন এটি ত্যাগ করতে হবে এবং অন্য একটি দেহ গ্রহণ করতে হবে। এটি আত্মার দেহান্তর বা পুনর্জন্মলাভ।আমি মনে করি এই সহজ প্রক্রিয়াটি উপলব্ধি করতে কোন অসুবিধা হওয়ার নয়।"