BN/660718 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ভগবত গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে "আমার প্রিয় অর্জুন, তোমারও বহু, বহু জন্ম হয়েছিল। তুমি ছিলে, তুমি আছো, কারণ তুমি আমার নিত্য সঙ্গী, সুতরাং যখনই আমি কোন গ্রহে অবতার গ্রহণ করি, তুমিও আমার সাথে থাকো। সুতরাং আমি যখন সূর্য গ্রহে অবতার নিয়ে এই ভগবত গীতা সূর্য-দেবতাকে বলেছিলাম, তখন তুমিও আমার সাথে উপস্থিত ছিলেন, তবে দুর্ভাগ্যক্রমে, তুমি ভুলে গেছো। কারণ তুমি জীব এবং আমি পরমেশ্বর ভগবান। "পরমেশ্বরের এটিই তফাত ... আমি মনে করতে পারি না। ভুলে যাওয়া আমার স্বভাব।" |
660718 - প্রবচন BG 04.03-6 - নিউ ইয়র্ক |