BN/660530 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
একজন সাধু হলেন সমস্ত জীবের বন্ধু । তিনি কেবল মানব জাতির বন্ধু নন । তিনি পশুদেরও বন্ধু । তিনি গাছেরও বন্ধু। তিনি কীট,পতঙ্গ,ক্রিমি,সরীসৃপ - সকলের বন্ধু ।তিতিক্ষ্ব: কারুণিকা: সুহৃদ: সর্বদেহিনাম। এবং অজাত শত্রূ। যেহেতু তিনি সকলের মিত্র সেহেতু তার কোনো শত্রূ নেই । কিন্তু দূর্ভাগ্যবসত এই পৃথিবী এতোই অধার্মিক , যে তেমন একজন সাধুরও শত্রূ আছে । ঠিক যেমন ভগবান যীশু কৃষ্ঠের কিছু শত্রূ ছিল এবং মহাত্মা গান্ধীর কিছু শত্রূ ছিল যারা তাকে হত্যা করেছিল। এই পৃথিবী এমনই অধার্মিক । এমনকি একজন সাধুরও কিছু শত্রূ থাকে। বুঝতে পারছো? কিন্তু সাধুর নিজের দিক থেকে কোনো শত্রূ নেই । তিনি সকলের বন্ধু তিতিক্ষ্ব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম (SB 3।25।21)। এবং অজাত শত্রব: শান্তা:, সর্বদা শান্তিপূর্ণ। এগুলি হচ্ছে একজন সাধুর গুণাবলী।
660530 - প্রবচন BG 03.21-25 - নিউ ইয়র্ক