একজন সাধু হলেন সমস্ত জীবের বন্ধু। তিনি কেবল মানব জাতির বন্ধু নন। তিনি পশুদেরও বন্ধু। তিনি গাছেরও বন্ধু। তিনি কীট, পতঙ্গ, ক্রিমি, সরীসৃপ - সকলের বন্ধু। তিতিক্ষ্বঃ কারুণিকাঃ সুহৃদঃ সর্বদেহিনাম্। এবং অজাতশত্রূ। আর যেহেতু তিনি সকলের মিত্র, তাই তাঁর কোনও শত্রূ নেই। কিন্তু দূর্ভাগ্যবশত এই পৃথিবী এতোই পাষণ্ড যে এমন সাধুরও শত্রূ রয়েছে। ঠিক যেমন ভগবান যীশু খ্রিস্টের কিছু শত্রূ ছিল এবং মহাত্মা গান্ধীরও কিছু শত্রূ ছিল যারা তাকে হত্যা করেছিল। এই পৃথিবী এতোটাই বিশ্বাসঘাতী। এমন কি একজন সাধুরও কিছু না কিছু শত্রূ থাকে। বুঝলে? কিন্তু সাধুর নিজের দিক থেকে কোনও শত্রূ নেই। তিনি সকলের বন্ধু। তিতিক্ষ্বঃ কারুণিকাঃ সুহৃদঃ সর্বদেহিনাম্ (শ্রীমদ্ভাগবত ৩/৫/২১)। এবং অজাতশত্রবঃ শান্তাঃ, সর্বদা প্রশান্ত। এইগুলো হচ্ছে একজন সাধুর বা সাধুস্বভাব ব্যক্তির গুণাবলী।
|