"এই জড়জগতে, এই ব্রহ্মাণ্ডে, 'আদি কবি'। তেনে ব্রহ্ম-হৃদা আদি কবয়ে (শ্রীমদ্ভাগবত ১/১/১)। সুতরাং তিনি হচ্ছেন আদি, মূল বা প্রথম সৃষ্ট জীব। ব্রহ্মা কোথা থেকে এলেন? তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ। তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে। এইভাবে যখন তুমি শ্রীকৃষ্ণ পর্যন্ত আসবে, ক্রমানুসারে... ব্রহ্মা শ্রীবিষ্ণু থেকে আসছেন, গর্ভোদকশায়ী বিষ্ণু। স্বয়ম্ভূঃ তিনি পদ্ম থেকে আবির্ভূত হয়েছেন। গর্ভোদকশায়ী বিষ্ণু এসেছেন কারণোদকশায়ী বিষ্ণু থেকে। আর কারণোদকশায়ী বিষ্ণু এসেছেন সঙ্কর্ষণ থেকে। সঙ্কর্ষণ আসছেন অনিরুদ্ধ, অনিরুদ্ধ এসেছেন প্রদ্যুম্ন থেকে, এইভাবে। চরমে হচ্ছেন শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ হচ্ছেন আদ্যম্। আর শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন, মত্ত পরতরম্ নান্যৎ (ভগবদগীতা ৭/৭)। এর পরে আর কেউ নেই। সুতরাং তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান।"
|