BN/700115b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এখানে বলা হয়েছে যে, যদি কোন ব্যক্তি স্বল্প সময়ের জন্যও কৃষ্ণ ভাবনাময় হয় , সকৃৎ,মনঃ,যদি তার মন কোন না কোন ভাবে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিবদ্ধ হয়, তাহলে, এমনকি স্বপ্নেও তাকে কখনো যমালয় যে শাস্তি দেয়া হয় তা দেখতে হবেনা । অর্থাৎ,এখানে বোঝানো হয়েছে যে কৃষ্ণভাবনাময় ব্যক্তিকে যমরাজ বা তার দূত বা তার পুলিশ বাহিনী বা কনস্টেবল কখনো স্পর্শও করবে না, এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়তা দেয়া হচ্ছে।" |
৭০০১১৫- শ্রীমদভাগবতম প্রবচন ০৬।০১।১৯ - লস্ এঞ্জেলেস্ |