BN/730101 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সবকিছুই ভগবানের থেকে উৎপন্ন হচ্ছে । তাই তো প্রেম আছে। যেমন রাধা কৃষ্ণের প্রেম, কিশোর- কিশোরী, যুবতী রাধারানী। এই প্রেম বিকৃত প্রতিবিম্ব হচ্ছে এই জড়জগতে যা কিনা প্রেমের নামে আছে , তবে তা কাম। তাই তাকে বিকৃত প্রতিবিম্ব বলা হচ্ছে । কাম কেননা , একজন যুবক, একজন যুবতীর মিলন হয়ে , তারা একসাথে ভালোবাসে, কিন্তু যখনি কোনো মতভেদ হয় , তখন তারা আলাদা হয়ে যায় ।"
৭৩০১০১- প্রবচন ভক্তি রসামৃত সিন্ধু - বোম্বে । |
730101 - প্রবচন NOD - বোম্বে |