BN/740102 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
" লোকজন পড়তে আগ্রহী , তবে তারা যাকে বলে সাহিত্য , কবিতা । তবে আমরা ওসবে আগ্রহী নোই , সে সমস্থ সাহিত্য , কারণ তাতে কোনো কৃষ্ণ-কথা নেই। আমরা শ্রীমদ ভাগাভাস এবং ভগবাদ গীতা এ আগ্রহী । কেন ? কারণ সেটি হলো কৃষ্ণ কথা । একই প্রবৃত্তি । প্রত্যেকেই কিছু পড়তে চায়। তাই আমরাও কিছু পড়তে চাই। তবে আমরা ভগবাদ গীতা , ভাগবতম, চৈতন্য চরিতামৃত , কারণ তাতে কৃষ্ণ-কথা আছে । আমরা কোনো জঞ্জাল সাহিত্য পড়তে আগ্রহী নোই, যতই ভালো করে তৈরি করুক না কেন ।"
৭৪০১০২- প্রবচন - শ্রীমদ ভাগবতম - ০১-১৬-০৫ - লস এঞ্জেলস । |
740102 - প্রবচন SB 01.16.05 - লস্ এঞ্জেলেস্ |