BN/700703 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
জড় কলুষতা মানে হচ্ছে এই জড় জগৎ কে ভোগ করার ইচ্ছা। এটিই হলো দূষণ। এই জড় জগৎ দিয়ে আমাদের কিছুই করার নেই। ব্রহ্মভূতঃ। তুমি হলে আত্মা। দুর্ভাগ্যবশত আমরা এই সংঘে বা পরিবেশে আটকা পড়ে আছি। এটি অন্য বিষয়। কিন্তু এখন আমরা এর থেকে বের হওয়ার চেষ্টা করছি। তাই একই সাথে আমি নিজ গৃহে ফিরে যাওয়ার চেষ্টা করছি, ভগবদ্ধামে ফিরে যাওয়ার চেষ্টা করছি, আবার একই সাথে জড় তৃপ্তি কামনা করা, এটিও এক ধরনের অপরাধ। এমনটি হওয়া উচিত নয়। আমাদেরকে ভুলতে হবে। আমরা চেষ্টা করব ভুলতে, "আমি করব" এই মনোভাব আর নয়। না। এই জড় আনন্দের কোন প্রয়োজন আমার নেই। এই ধরনের ব্রত, সংকল্প অবশ্যই থাকতে হবে।
৭০০৭০৩ - দীক্ষা প্রবচন - লস্‌ এঞ্জেলেস্‌