BN/700508 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"চৈতন্য মহাপ্রভুর এই দর্শন যে জীবের স্বৰূপ হয়ে নিত্য কৃষ্ণ দাস ( চৈতন্য কারিতামৃত মধ্যে ২০ ।১০৮ -১০৯ )। একটি জীব হচ্ছে নিত্য কৃষ্ণের সেবক , সে তা মানুক বা না মানুক । সেটা কোন ব্যাপার নোই । তিনি একজন সেবক । ঠিক যেমন একজন নাগরিক রাজ্যের অধীন বা নিয়মাবলী মেনে চলে । সে এমন বলতেই পারে "যে আমি রাজ্যের কোন গ্রাহ্য করি না" , পুলিশ বা সৈন্যবাহিনী দ্বারা জোর করে তা গ্রহণ করানো হয় । একজনকে জোর করে যে শ্রী কৃষ্ণই প্রভু আর অন্য একজন স্বেচ্ছায় ভগবানের সেবা করছে । এটি হচ্ছে পার্থক্য । কিন্তু কেউই ভগবানের সেবা থেকে মুক্ত নয় । সেটা সম্ভব নয়।"
700508- প্রবচন ঈশোপনিষদ 06 - লস এঞ্জেলেস |
700508 - প্রবচন ISO 06 - লস্ এঞ্জেলেস্ |