BN/700426 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"মুখঃ বাহুরুপাদজাঃ। ঠিক যেমন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিভাগ রয়েছে - মুখ, হাত, উদর ও পা তেমনই শ্রীকৃষ্ণের বিশাল শরীর বা বিরাট পুরুষের মুখ হচ্ছে ব্রাহ্মণেরা,ক্ষত্রিয়রা তাঁর বাহু, তাঁর উদর হচ্ছে বৈশ্যরা এবং তাঁর পদদ্বয় হচ্ছে শুদ্রেরা। অথবা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসীরা। তারা সেই পূর্ণ পুরুষের শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাই তুমি যদি তোমার জন্য নির্দিষ্ট অবস্থানে স্থিত হয়ে সেই অনুযায়ী কার্য করার সুবিধাটি গ্রহণ কর, তবেই তুমি পূর্ণতা লাভ করবে।" |
৭০০৪২৬ - ইশোপনিষদ আবাহন মন্ত্রের ওপর প্রদত্ত প্রবচনের উদ্ধৃতাংশ - লস্ এঞ্জেলেস্ |