BN/750107 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যদি তোমার নিজের বুদ্ধির দরুন এই বিষয়ে সংশয় কর যে 'শ্রীকৃষ্ণ আমাকে সুরক্ষা দিতে পারবেন কি না?' তাহলে তোমার সব শেষ। সংশয়াত্মা বিনশ্যতি। কিন্তু তোমার যদি শ্রীকৃষ্ণের কথায় বিশ্বাস থাকে অর্থাৎ 'নিশ্চয়', যে 'শ্রীকৃষ্ণ যেহেতু বলেছেন যে আমি যদি তাঁর শরণাগত হই, তবে তিনি আমাকে রক্ষা করবেন, এতে আর কোনই সন্দেহ থাকতে পারে না,' এই মনোভাবকে বলা হয় শ্রদ্ধা, নিশ্চয়াত্মিকা। ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ। বুদ্ধি, এই ধরণের ব্যবসায়াত্মিকা, নিশ্চয়াত্মিকা বুদ্ধি অত্যন্ত প্রশংসনীয়।" |
৭৫০১০৭ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/৩০ - বোম্বে |