BN/750117 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কুমারের চাকা থেকে মাটির পাত্র উৎপন্ন হচ্ছে। কারণটি কি? কেউ বলবে, "কাদা বা মাটি হচ্ছে মৃৎপাত্র সৃষ্টির কারণ, কারণ তা মাটি দ্বারা নির্মিত হয়েছে"। অন্য কেউ বলবে, "না, মৃৎপাত্রের কারণ হচ্ছে চাকাটি। যেহেতু চাকাটি ঘুরছে তাই পাত্রটি নির্মাণ হয়েছে"। কিন্তু এই দুটি 'প্রকৃতি এবং প্রধান', অর্থাৎ উপাদান এবং নির্মাণযন্ত্র মৃৎপাত্র সৃষ্টির কারণ হতে পারে না। মূল কারণটি হচ্ছে কুমার।"
|
৭৫০১১৭ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/৪২ - বোম্বে |