BN/700509 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে কিছু লোককে সত্ত্ব গুনের স্থরে উন্নত করবার জন্য। এটি এখন এই পৃথিবীতে দরকার। এই পৃথিবের এখন কিছু ব্রাহ্মণ দরকার , যোগ্যতাসম্পন্ন ব্রাহ্মণ । এমন নয়, তোমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কেমন করে যোগ্যতাসম্পন্ন ব্রাহ্মণ হওয়া যে।"
৭০০৫০৯ - প্রবচন ঈশোপনিষদ ০৭ - লস এঞ্জেলেস