BN/700510 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যা কিছু আমরা এই ব্রহ্মাণ্ডে দেখি, জ্বর জগতে বা চিন্ময় জগতে, চিন্ময় জগৎ হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির সম্প্রসার,আর এই জ্বর জগৎ হচ্ছে কৃষ্ণের বাহিরঙ্গা শক্তির সম্প্রসার,আমরা জীবেরা হচ্ছি তটস্ত শক্তির সম্প্রসার । তো এই তিন শক্তি। তার অনেক শক্তি আছে । সমস্ত শক্তি কে তিনটে শক্তির মধ্যে ভাগ করা হয়েছে : অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি,তটস্ত শক্তি।অন্তরঙ্গা শক্তি মানে অভ্যন্তরীণ শক্তি;বহিরঙ্গা শক্তি মানে বহিঃস্থ;তটস্থ শক্তি মানে এই জীবেরা। আমরা শক্তি,আমরা শক্তি।"
|
৭০০৫১০ - প্রবচন ঈশোপনিষদ ০৭- লস এঞ্জেলেস |