"জাগতিক জীবন মানে হচ্ছে ভোগের জীবন। কৃষ্ণ ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে(প্রেমবিবর্ত)। জাগতিক জীবন মানে শুধুমাত্র ভোগ করতে চাওয়ার বাসনা করা। অবশ্যই, এখানে কোন আনন্দ নেই। ঐ তো। অতএব, কেউ যদি প্রামাণিক উৎস থেকে রাসলীলা শ্রবণ করে, তার ফলাফল হবে যে, সে কৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার চিন্ময় স্তরে উন্নীত হবে এবং তার ভবরোগ, ভোগ বাসনা অবদমিত হবে। কিন্তু তারা যথার্থ উৎস থেকে শ্রবণ করেনা। কিছু পেশাদারী পাঠকের কাছ থেকে শ্রবণ করে, যার ফলশ্রুতিতে তারা তাদের ভোগলালসাময় জড় জীবনের মধ্যেই থেকে যায়, আর এভাবে কখনো কখনো তারা সহজীয়াতে পরিণত হয়। যখন কৃষ্ণের সাথে অনেক স্ত্রীলোকের সম্পর্ক থাকে ...তোমরা বৃন্দাবনে যুগল ভজনের কথা জানো... একজন কৃষ্ণ হয় আর একজন রাধা হয়। এটাই তাদের সিদ্ধান্ত। আর এভাবেই আরো অনেক কিছু চলতে থাকে।
|