BN/660720 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"বুদ্ধদেবকে শ্রীমদ্ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের একজন অবতার হিসাবে গ্রহণ করা হয়েছে। তাই আমরা হিন্দুরাও বুদ্ধদেবকে ভগবানের অবতার হিসাবে পূজা করি। একজন মহান বৈষ্ণব কবি এ সম্পর্কে চমৎকার একটি শ্লোক রচনা করেছেন, আপনারা সেটি শুনে আনন্দিত হবেন, আমি এটি আবৃত্তি করব। নিন্দসি যজ্ঞর্বিধের্হহ শ্রুতিজাতম্ সদয়-হৃদয় দর্শিত-পশু-ঘাতম্ কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে এই শ্লোকের তাৎপর্য হল 'হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি হতভাগা পশুদের প্রতি দয়াপরবশ হয়ে 'বুদ্ধ' রূপ ধারণ করেছেন। কারণ ভগবান বুদ্ধ পশুহত্যা বন্ধ করার কথা প্রচার করেছিলেন। অহিংসা, তাঁর প্রধান উদ্দেশ্য ছিল পশুহত্যা বন্ধ করা" |
৬৬০৭২০ - ভগবদগীতা প্রবচন ০৪/০৬/০৮ - নিউ ইয়র্ক |