"তো ঈশোপনিষদ আমাদের শেখাচ্ছে যে আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের অতিরিক্ত উন্নত হওয়ার দরকার নেই। আমরা হয়তো উন্নত হতে পারি। সেটা কোনো ব্যাপার নোই। এমরা ইটা কখনোই বল্ক্যহীনা যে জড়জাগতিক উন্নতি করোনা। উন্নতি করো,কিন্তু, একই সময় কৃষ্ণ ভাবনাময় হও। তো এটি আমাদের প্রচারের পন্থা । আমরা এটা বলিনা যে তোমরা করোনা,তোমরা মোটরগাড়ি তৈরি করোনা বা এই এতো যন্ত্র তৈরি করোনা । আমরা এটা বলছিনা। কিন্তু আমরা বলি, "ঠিক আছে, তোমরা এই যন্ত্র তৈরি করেছো। এটি কে শ্রীকৃষ্ণর সেবায় নিয়োজিত করো । এটি আমাদের প্রস্তাব। আমরা বন্ধ করতে বলিনা। আমরা এটা বলিনা যে ,কোনো যৌন জীবন রেখোনা । কিন্তু আমরা বলি যে ,"হ্যা,তোমরা যৌন জীবন রাখো -শ্রীকৃষ্ণের জন্য । তোমরা কৃষ্ণভাবনাময় সন্তান উৎপন্ন করো। একশো বার যৌন সংগ করো। কিন্তু কুকুর বেড়াল তৈরি করোনা। " এটি আমাদের প্রস্তাব। "
|