"হৃষিকেনা হৃষিকেশ সেবাঃনাম (চৈতন্য চরিতামৃত ১৯।১৭০)। সব ইন্দ্রিয়ের অধিকর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ । আমাদের এই হাত আছে, কিন্তু এটি আমাদের দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এই হাত শ্রীকৃষ্ণের। তিনি হচ্ছেন সর্বব্যাপী। সরবত পানি পদাস তৎ "সর্বত্র তার(ভগবানের ) হাত এবং পা রয়েছে "। এটি ভগবদ গীতা পাবে তোমরা (ভগবদ গীতা ১৩।১৪)। তো এই যে আমাদের হাত এবং পা আছে সেগুলো প্রকৃত পক্ষে শ্রীকৃষ্ণের হাত এবং পা । যখন শ্রীকৃষ্ণের হাত এবং পা শ্রীকৃষ্ণের সেবাতে নিয়োজিত হবে, সেটি হবে পরিপূর্ণতা । এটি হচ্ছে পরিপূর্ণতা । যদি আমাদের, আমাদের ইন্দ্রিয় ,,,, এই আমরা যেভাবে ব্যবহার করে থাকি , আমরা আমাদের ইন্দ্রিয় আমাদের সন্তুষ্টির জন্য ব্যবহার করতে চাই,একই ভাবে, এই ইন্দ্রিয়গুলি আমাদের নোই, প্রতিপক্ষে তা শ্রীকৃষ্ণের।"
|