"সুতরাং ঈশোপনিষদ আমাদের শেখাচ্ছে যে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। (জাগতিক বিদ্যায়) আমাদের অতিরিক্ত উন্নত হওয়া উচিত নয়। আমরা হয়তো উন্নত হতে পারি। সেটা কোনো ব্যাপার নয়। আমরা কখনই এটা বলি না যে জড় বিদ্যায় উন্নতি কর না। উন্নতি কর, কিন্তু একই সাথে কৃষ্ণভাবনাময় হও। সেটিই হচ্ছে আমাদের প্রচার। আমরা এটা বলি না যে তোমরা এটা কর না বা তোমরা মোটরগাড়ি তৈরি কর না, বা এই এতো সব যন্ত্র তৈরি কর না। আমরা এটা বলছি না। কিন্তু আমরা বলছি, "ঠিক আছে, তোমরা এই যন্ত্র তৈরি করেছো। এটিকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত কর। আমরা এটিই প্রস্তাব করছি। আমরা বন্ধ করতে বলি না। আমরা এটা বলি না যে, কোনও যৌন জীবন নয়। কিন্তু আমরা বলি যে, "হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্য যৌন জীবন থাকতে পারে। তোমরা কৃষ্ণভাবনাময় সন্তান উৎপন্ন কর। সেই কারণে একশো বার যৌনসঙ্গ করতে পার। কিন্তু কুকুর-বেড়াল তৈরি কর না।" আমরা সেটিই বলছি।"
|