যখন কেউ কৃষ্ণভাবনামৃতে উন্নতি লাভ করে তার কাজ হয় দেখা, "আমি আমার সময় নষ্ট করছি কিনা?" এটি হলো উন্নত ভক্তের একটি লক্ষণ। অব্যর্থ কলাত্তম্। নাম গানে সদা রুচি (চৈ.চ . মধ্য ২৩.৩২) সবসময় জপ করার আসক্তি। প্রীতিস্ তদ্-বসতি স্থলে (চৈ.চ মধ্য ২৩.১৮-১৯) এবং মন্দিরে বাস করার আসক্তি, বসতি, যেখানে কৃষ্ণ বাস করেন। কৃষ্ণ সব জায়গাতেই বাস করেন কিন্তু নির্দিষ্টভাবে, আমাদের দর্শনের সুযোগ দান করার জন্য, তিনি মন্দিরে বাস করেন অথবা বৃন্দাবনের মত স্থানে বাস করেন। সুতরাং প্রীতিস্ তদ্-বসতি স্থলে। প্রত্যেকেরই উচিত কৃষ্ণ যেখানে বাস করেন সেখানে বাস করার আসক্তি বৃদ্ধি করা। প্রীতিস্ তদ্বসতি.. নাম গানে সদা রুচি এবং পবিত্র নাম সবসময় আস্বাদন করা।
|