"শ্রীকৃষ্ণ তাঁর চৌষট্টি গুণের জন্য বিখ্যাত। তাদের মধ্যে একটি গুণ হলো বহুদক। এটা আমাদের ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করা আছে, তোমরা দেখবে। এর অর্থ হচ্ছে তিনি যেকোনো জীবের সাথে কথা বলতে পারেন। কেন পারবেন না? যদি তিনি প্রত্যেক জীবসত্তার পিতা হন তাহলে কেন তিনি তাদের প্রত্যেকের ভাষা বুঝতে পারবেন না? এটাই স্বাভাবিক। এটাই কি সত্য নয় যে একজন পিতা তার সন্তানের ভাষা বুঝতে পারবেন? স্বাভাবিকভাবেই পারবেন। যদি শ্রীকৃষ্ণই সকল জীবের পিতা হন, তাহলে এটা তাঁর জন্যও স্বাভাবিক যে তিনি পাখি, মৌমাছি, গাছ, মানুষ প্রত্যেকের সব ভাষা বুঝতে পারবেন। সেই জন্যই শ্রীকৃষ্ণের আরেকটা গুণ হলো বহুদক। যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে বর্তমান ছিলেন তখন এটা প্রমাণিত হয়েছিল। একদিন শ্রীকৃষ্ণ একটি পাখির কথার উত্তর দিচ্ছিলেন, তখন একজন বৃদ্ধা যমুনা থেকে জল নিতে এসে যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ পাখির সাথে কথা বলছেন, তিনি আশ্চর্য হয়েছিলেনঃ "ওহ, কৃষ্ণ কত সুন্দর।""
|